ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

কান উৎসবে শুভর প্রশংসা করলেন নাসিরুদ্দিন শাহ্

  • আপডেট সময় : ১২:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে বসেছে। সেখানে যোগ দিয়েছেন পৃথিবীর নামী-দামি শিল্পী কলাকুশলীরা। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে আরিফিন শুভকে প্রশংসায় ভাসিয়েছেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শুভর অভিনয় মুগ্ধ করেছে এই অভিনেতাকে। বাংলাদেশি সাংবাদিকদের নাসিরুদ্দিন শাহ্ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক আমি দেখেছি। খুবই ভালো ছবি। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’ বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ গেল বছরের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পায়। উল্লেখ্য এবারের চলচ্চিত্র উৎসবে নাসিরুদ্দিন শাহ্র ‘মন্থন’ সিনেমাটি ‘কান ক্লাসিকে’ প্রদর্শিত হয়েছে। গুজরাটের দুগ্ধ খামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে সিনেমাটি নির্মাণ করেছেন শ্যাম বেনেগাল। ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে কান ক্লাসিক বিভাগে ঠাঁই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কান উৎসবে শুভর প্রশংসা করলেন নাসিরুদ্দিন শাহ্

আপডেট সময় : ১২:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

বিনোদন ডেস্ক: পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে বসেছে। সেখানে যোগ দিয়েছেন পৃথিবীর নামী-দামি শিল্পী কলাকুশলীরা। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ্ এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে আরিফিন শুভকে প্রশংসায় ভাসিয়েছেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শুভর অভিনয় মুগ্ধ করেছে এই অভিনেতাকে। বাংলাদেশি সাংবাদিকদের নাসিরুদ্দিন শাহ্ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক আমি দেখেছি। খুবই ভালো ছবি। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’ বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ গেল বছরের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পায়। উল্লেখ্য এবারের চলচ্চিত্র উৎসবে নাসিরুদ্দিন শাহ্র ‘মন্থন’ সিনেমাটি ‘কান ক্লাসিকে’ প্রদর্শিত হয়েছে। গুজরাটের দুগ্ধ খামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে সিনেমাটি নির্মাণ করেছেন শ্যাম বেনেগাল। ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে কান ক্লাসিক বিভাগে ঠাঁই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।