ক্রীড়া ডেস্ক : উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স থেকে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে যোগ দিয়েছেন ফরোয়ার্ড রাফা মির। লা লিগার দলটির সঙ্গে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে সেভিয়া। বার্সেলোনার যুব দলে খেলা মির তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ভালেন্সিয়ার হয়ে। ২০১৮ সালে তাকে কিনে নেয় উলভারহ্যাম্পটন; ইংল্যান্ডের দলটির হয়ে মাত্র চার ম্যাচ খেলেন তিনি। মির সবার নজরে আসেন গত মৌসুমে লা লিগার দল ওয়েস্কার হয়ে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে। ওয়েস্কা অবনমিত হয়ে গেলেও দলটির হয়ে লা লিগায় ১৩ গোল করেন তিনি। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকসে স্পেনের হয়ে রুপার পদক জেতা মির কোয়ার্টার-ফাইনালে কোত দি ভোয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। নতুন ক্লাবে ১২ নম্বার জার্সিতে খেলবেন মির।