ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

ওরা রাজধানীর চাঁদাবাজ 

  • আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতয়ালী ও যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা শশি ও হানিফসহ ১২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

র‌্যাব-১০ জানায়, গত বৃহস্পতিবার আনুমানিক মাঝরাত পৌনে ৩টার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানার নয়াবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ তৌকির আহমেদ ওরফে শশিসহ (৩০) ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের হলেন, মোঃ সুমন (৩২), মোঃ আরিফ (২৭), মোঃ কামরান (২৪)। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩,০৪০ টাকা ও ৪ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এম. জে. সোহেল বলেন, র‌্যাব-১০ এর আরেকটি আভিযানিক দল একই দিন সকাল সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্র হানিফ গ্রুপের অন্যতম মূলহোতা মোঃ আবু হানিফসহ (৩৮), মোঃ মজিবুর রহমান ওরফে বাতাস (১৯), মোঃ শাহিন (২১), মোঃ শান্ত (২২), মোঃ লিটন (১৮), মোঃ সাগর ইসলাম (১৮), মোঃ শাহাদাত হোসেন (১৮), মোঃ রুবেলকে (৩২) গ্রেপ্তার হয়। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৬,২০০ টাকা ও ৮ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

ওরা রাজধানীর চাঁদাবাজ 

আপডেট সময় : ০১:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

মহানগর প্রতিবেদন : অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতয়ালী ও যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা শশি ও হানিফসহ ১২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।

র‌্যাব-১০ জানায়, গত বৃহস্পতিবার আনুমানিক মাঝরাত পৌনে ৩টার দিকে র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানার নয়াবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ তৌকির আহমেদ ওরফে শশিসহ (৩০) ৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের হলেন, মোঃ সুমন (৩২), মোঃ আরিফ (২৭), মোঃ কামরান (২৪)। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩,০৪০ টাকা ও ৪ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এম. জে. সোহেল বলেন, র‌্যাব-১০ এর আরেকটি আভিযানিক দল একই দিন সকাল সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্র হানিফ গ্রুপের অন্যতম মূলহোতা মোঃ আবু হানিফসহ (৩৮), মোঃ মজিবুর রহমান ওরফে বাতাস (১৯), মোঃ শাহিন (২১), মোঃ শান্ত (২২), মোঃ লিটন (১৮), মোঃ সাগর ইসলাম (১৮), মোঃ শাহাদাত হোসেন (১৮), মোঃ রুবেলকে (৩২) গ্রেপ্তার হয়। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৬,২০০ টাকা ও ৮ টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।