মহানগর প্রতিবেদন : রাজধানীর যানজট সমস্যা নিরসনে এবার চালু হলো আন্তঃজেলা বাসের গেটলক সিস্টেম। গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে এই কার্যক্রম চালু করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল মোমেন। উদ্বোধনের সময় পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সার্বিক সহযোগিতা কামনা করেন এই ডিসি। সেই সঙ্গে যেখানে-সেখানে হাত নাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও অনুরোধ করেন তিনি।
গেটলক সিস্টেম প্রসঙ্গে (ডিএমপি) ট্রাফিকের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) আবু সায়েম নয়ন বলেন, “আন্তঃজেলার যেসব বাস মহাখালী থেকে ছেড়ে যাবে সেগুলোতে কতজন যাত্রী আছে মালিক সমিতির লোকজন তা গুনে রাখবে। পরবর্তীতে কাকলী স্টপেজে বাস থামিয়ে দেখা হবে মহাখালী থেকে যে যাত্রী ছিল সেটাই আছে কি না। এরপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সর্বশেষ আব্দুল্লাহপুর স্টপেজ পর্যন্ত মালিক সমিতির লোক দ্বারা চেক করা হবে। এসব স্টপেজ ব্যতীত কোথাও থেকে যাত্রী ওঠানো যাবে না।”
তিনি বলেন, “পুলিশের ট্রাফিক বিভাগ প্রতিনিয়ত এটি তদারকি করবে। কোনো পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে শনিবার রাতে ট্রাফিকের গুলশান বিভাগের ফেসবুক পোস্টে জানানো হয়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সর্বশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পোস্টে যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।