আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের কাবুল দখলের পর তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়েন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বিশাল অঙ্কের নগদ অর্থ নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ অস্বীকার করে গনি বলেছেন, এক সেট কাপড় ও স্যান্ডেল পায়ে দিয়েই তিনি দেশ ছেড়েছেন। খবর এএফপির
দেশ ছাড়ার দুই দিন পর সংযুক্ত আরব আমিরাত তাকে মানবিক কারণে আশ্রয় দেয়ার কথা জানায়। এর আগে তাজিকিস্তানে আশ্রয় না পেয়ে ওমানে পৌঁছেছিলেন বলে খবরে বলা হয়েছিল।
আমিরাতে আশ্রয় নেয়ার পর এক ভিডিও বার্তায় গনি বলেন, তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে খবর পাওয়ার পরই তিনি দেশত্যাগ করেছেন।
আমিরাতের অজ্ঞাত স্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় গনি বলেন, ‘দেশত্যাগ করার পর তালেবান সদস্যরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে আমার সন্ধানে তল্লাশি চালিয়েছে। এর আগে তালেবান বলেছিল, আমি ক্ষমতায় থাকা অবস্থায় আফগান সংকটের কোনো শান্তিপূর্ণ সমাধান হবে না।’
ভিডিও বার্তায় আশরাফ গনি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ‘রক্তপাত ও বিপর্যয় এড়াতে আফগানিস্তান ত্যাগ করেছি। তা না হলে আফগানিস্তানের পরিণতি হতো সিরিয়া ও ইয়েমেনের মতো।’
দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় চার গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ নিয়ে গেছেন বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন সাবেক আফগান প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি এক সেট পোশাক ও স্যান্ডেল পায়ে দিয়েই আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। অর্থ স্থানান্তরের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন’।
টাকা আনিনি, এক কাপড়ে দেশ ছেড়েছি: আশরাফ গনি
ট্যাগস :
টাকা আনিনি
জনপ্রিয় সংবাদ