বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক-পরিচালক মোহাম্মদ ইকবাল। তার পরিচালিত ‘ডেডবডি’ সিনেমা বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটির মুক্তি পর বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। এমধ্যে জানালেন, ঈদুল আজহারে তার নির্মিত রোশান-শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমার মুক্তি সেটিও এখন চূড়ান্ত। সিনেমাটি নিয়ে ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় বুবলী ও জিয়াউল রোশান ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ আরও অনেকে। এদিকে, মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’ সিনেমা দেশের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় অভিনয় করেছেন জিয়াউল রোশান তার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী অন্বেষা রায় ওমর সানী,শ্যামল মাওলা সহ আরও অনেকে।


























