আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক, গ্রিস, ইতালির পর এবার ফ্রান্সেও দাবানল ভয়ংকর আকার নিচ্ছে। শুকনো গরম ও প্রবল হাওয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল। দাবানল থেকে রক্ষা করতে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
এসব দাবানলে জ্বলছে দক্ষিণ ফ্রান্সের বনভূমি। ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় দাবানলের সূচনা হয়। ৪০ কিলোমিটার বনভূমি জ্বলছে। ৭০০টি দমকল আগুন নেভানোর কাজ করছে। খবর ডয়চে ভেলের
দমকল বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে ছয় হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলের কারণে কেউ মারা যাননি বা গুরুতর আহত হননি।
বনভূমিতে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। স্থাানীয় মেয়র জানিয়েছেন, ‘আগুন এত দ্রুত ছড়াতে কখনো দেখিনি।’ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শুকনো গরম। প্রবল হাওয়া বইছে। তাতে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বিমান থেকে জল ফেলেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না।’
ফ্রান্সে দাবানল, সরানো হয়েছে কয়েক হাজার মানুষকে
ট্যাগস :
ফ্রান্সে দাবানল
জনপ্রিয় সংবাদ