যশোর সংবাদদাতা : যশোরের মনিরামপুর উপজেলার একটি ধানখেত থেকে অজ্ঞাত (৪০) পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ঝাপা ইউনিয়নের জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে খেতমালিক আইয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশে মাঠে যান। এসময় জমির মালিক ধানখেত পরিদর্শন করতে গিয়ে খেতের অপরপ্রান্তে ওই যুবকের মরদেহ দেখতে পান। তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজির হয়। এরপর স্থানীয় ইউপি সদস্য ঝাপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। নিহত যুবকের বুকে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ ও রক্ত রয়েছে।
জনপ্রিয় সংবাদ