শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান খাঁ (২৬) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ মে) ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান খাঁ একই এলাকার চাঁন খাঁর ছেলে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বৃহস্পতিবার রাতে একটি ট্রিপ নিয়ে থানায় গিয়েছিলেন। সেখান থেকে ভোরে বাসায় ফেরেন। এ সময় অটোরিকশাটি গ্যারেজে চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে দেখতে পান। পরে মেইন সুইস বন্ধ করে তাকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় সংবাদ