ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

এবার আ.লীগে থাকার ঘোষণা কাদের মির্জার

  • আপডেট সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার আওয়ামী লীগে থাকার ঘোষণা দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গতকাল রোববার বিকাল ৩টায় বসুরহাট পৌরসভার হলরুমে তার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে, তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করেনি। আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকবো।’
কাদের মির্জা বলেন, ‘আমি কোনও পদ-পদবিতে থাকবো না। আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করবো। আমি কোনও জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেবো না। আজকে দৃঢ়তার সঙ্গে আমি ঘোষণা করছি, আগামীতে কোনও নির্বাচনে অংশ নেবো না। এ সিদ্ধান্ত থেকে কেউ কখনও আমাকে সরাতে পারবে না। আমি দলের ছায়াতলে নতুন করে এসেছি।’
এ সময় কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার আ.লীগে থাকার ঘোষণা কাদের মির্জার

আপডেট সময় : ০২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১

নোয়াখালী প্রতিনিধি : পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার আওয়ামী লীগে থাকার ঘোষণা দিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গতকাল রোববার বিকাল ৩টায় বসুরহাট পৌরসভার হলরুমে তার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
সিদ্ধান্ত পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে, তারা আমার পদত্যাগপত্র গ্রহণ করেনি। আমি আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকবো।’
কাদের মির্জা বলেন, ‘আমি কোনও পদ-পদবিতে থাকবো না। আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে কাজ করবো। আমি কোনও জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেবো না। আজকে দৃঢ়তার সঙ্গে আমি ঘোষণা করছি, আগামীতে কোনও নির্বাচনে অংশ নেবো না। এ সিদ্ধান্ত থেকে কেউ কখনও আমাকে সরাতে পারবে না। আমি দলের ছায়াতলে নতুন করে এসেছি।’
এ সময় কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।