ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

জলি এলএলবি থ্রি: শুটিং শুরু করেছেন অক্ষয়-আরশাদ

  • আপডেট সময় : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সুভাষ কাপুর পরিচালিত আলোচিত সিনেমা ‘জলি এলএলবি’। ২০১৭ সালে ‘জলি এলএলবি টু’ সিনেমার সাকসেস পার্টিতে তৃতীয় পার্ট নির্মাণের ঘোষণা দেওয়া হয়। তারপর কেটে গেছে দীর্ঘদিন। অবশেষে ‘জলি এলএলবি থ্রি’ সিনেমার শুটিং শুরু করলেন নির্মাতারা। ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, সিনেমাটির গল্প আদালত, মামলার বিষয় নিয়ে। তাই আজমিরে সেট তৈরি করে শুটিং শুরু করেছেন নির্মাতারা। এতে যোগ দিয়েছেন আরশাদ ওয়ার্সি, অক্ষয় কুমার। আজমেরি ও দেওমলি গ্রামে টানা ৯ দিন সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। হিন্দু¯Íান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল আজমিরে কোর্ট রুমে ‘জলি এলএলবি থ্রি’ সিনেমার প্রথম দিনের শুটিং শুরু হয়। ২ মে শুটিংয়ে অংশ নিয়েছেন অক্ষয় কুমার। আজমিরে পৌঁছানোর পর আরশাদ ওয়ার্সি আজমির শরীফেও গিয়েছিলেন। শুটিং সেটের বেশ ক’টি স্থিরচিত্র প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি। ২০১৩ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি’। ১২ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪৩ কোটি রুপি। চার বছরের বিরতির পর ২০১৭ মুক্তি পায় ‘জলি এলএলবি টু’। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ১৯৭ কোটি রুপি। এ দু’পার্টের মতো তৃতীয় কি¯িÍ পরিচালনা করছেন সুভাষ কাপুর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জলি এলএলবি থ্রি: শুটিং শুরু করেছেন অক্ষয়-আরশাদ

আপডেট সময় : ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বিনোদন ডেস্ক: সুভাষ কাপুর পরিচালিত আলোচিত সিনেমা ‘জলি এলএলবি’। ২০১৭ সালে ‘জলি এলএলবি টু’ সিনেমার সাকসেস পার্টিতে তৃতীয় পার্ট নির্মাণের ঘোষণা দেওয়া হয়। তারপর কেটে গেছে দীর্ঘদিন। অবশেষে ‘জলি এলএলবি থ্রি’ সিনেমার শুটিং শুরু করলেন নির্মাতারা। ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, সিনেমাটির গল্প আদালত, মামলার বিষয় নিয়ে। তাই আজমিরে সেট তৈরি করে শুটিং শুরু করেছেন নির্মাতারা। এতে যোগ দিয়েছেন আরশাদ ওয়ার্সি, অক্ষয় কুমার। আজমেরি ও দেওমলি গ্রামে টানা ৯ দিন সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। হিন্দু¯Íান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল আজমিরে কোর্ট রুমে ‘জলি এলএলবি থ্রি’ সিনেমার প্রথম দিনের শুটিং শুরু হয়। ২ মে শুটিংয়ে অংশ নিয়েছেন অক্ষয় কুমার। আজমিরে পৌঁছানোর পর আরশাদ ওয়ার্সি আজমির শরীফেও গিয়েছিলেন। শুটিং সেটের বেশ ক’টি স্থিরচিত্র প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে এটি। ২০১৩ সালে মুক্তি পায় ‘জলি এলএলবি’। ১২ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪৩ কোটি রুপি। চার বছরের বিরতির পর ২০১৭ মুক্তি পায় ‘জলি এলএলবি টু’। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ১৯৭ কোটি রুপি। এ দু’পার্টের মতো তৃতীয় কি¯িÍ পরিচালনা করছেন সুভাষ কাপুর।