ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

করোনাকালে শিশু-কিশোরদের চোখের সমস্যা বাড়ছে

  • আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে বিদ্যাপীঠ। ফলে শিশু-কিশোররা অনেকটাই গৃহবন্দি। মাঠে গিয়ে খেলারও সুযোগ নেই। তাই ঘরে বসে টেলিভিশন কিংবা মোবাইল ফোনেই বিনোদন খুঁজছে তারা। এতে করে শিশু-কিশোরদের চোখের চোখের সমস্যা বাড়ছে। করোনাকালে বহু শিশুই চোখের সমস্যা নিয়ে হাজির হচ্ছে চিকিৎসকের কাছে। সব মিলিয়ে গত দুইবছরে চোখের সমস্যায় ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। এমনই বলছে পরিসংখ্যান। বিশ্বব্যাপী একই চিত্র। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, বহু বাবা-মা সন্তানদের শান্ত রাখতে বা ব্যস্ত রাখতে হাতে মোবাইল ফোন তুলে দেন। তার সঙ্গে করোনাকালে যুক্ত হয়েছে অনলাইন ক্লাস। ফলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়েছে। সেই মোবাইলই চোখের সমস্যার সবচেয়ে বড় কারণ। এমনই বলছেন চিকিৎসকরা। দীর্ঘ ক্ষণ মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যারা আক্রান্ত হন, তাঁরা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন। শিশুদের এই সমস্যা বাড়ছে। অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধূলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে ক্ষতি হচ্ছে শিশুদের চোখের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

করোনাকালে শিশু-কিশোরদের চোখের সমস্যা বাড়ছে

আপডেট সময় : ০১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

নারী ও শিশু ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে বিদ্যাপীঠ। ফলে শিশু-কিশোররা অনেকটাই গৃহবন্দি। মাঠে গিয়ে খেলারও সুযোগ নেই। তাই ঘরে বসে টেলিভিশন কিংবা মোবাইল ফোনেই বিনোদন খুঁজছে তারা। এতে করে শিশু-কিশোরদের চোখের চোখের সমস্যা বাড়ছে। করোনাকালে বহু শিশুই চোখের সমস্যা নিয়ে হাজির হচ্ছে চিকিৎসকের কাছে। সব মিলিয়ে গত দুইবছরে চোখের সমস্যায় ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। এমনই বলছে পরিসংখ্যান। বিশ্বব্যাপী একই চিত্র। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, বহু বাবা-মা সন্তানদের শান্ত রাখতে বা ব্যস্ত রাখতে হাতে মোবাইল ফোন তুলে দেন। তার সঙ্গে করোনাকালে যুক্ত হয়েছে অনলাইন ক্লাস। ফলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়েছে। সেই মোবাইলই চোখের সমস্যার সবচেয়ে বড় কারণ। এমনই বলছেন চিকিৎসকরা। দীর্ঘ ক্ষণ মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যারা আক্রান্ত হন, তাঁরা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন। শিশুদের এই সমস্যা বাড়ছে। অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধূলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে ক্ষতি হচ্ছে শিশুদের চোখের।