ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

‘জংলি’তে সিয়ামের নায়িকা বুবলী

  • আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: তিন বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গেল রোববার থেকে ঢাকার মোহাম্মদপুরে শুরু হয়েছে ‘জংলি’ সিনেমার শুটিং। এর আগে সিয়ামের জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করে সিনেমাটির ঘোষণা দেন নায়ক। সেই সময় সিনেমাটি নিয়ে খানিক ধারণা পাওয়া গেলেও এতে নায়িকা কে থাকছেন তা জানা যায়নি। তবে এবার জানা গেল, সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি পরিচালনা করছেন এম রাহিম, যিনি এর আগে ‘শান’ নির্মাণ করেছিলেন। সেই সিনেমার পর আবারও একসঙ্গে আসছেন এই নির্মাতা-নায়ক জুটি। এই নির্মাতা বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। যেখানে সিয়ামের সঙ্গে বুবলীকে দেখা গেছে। জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শুটিং হাউজে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে আজ সিয়ামের সঙ্গে অংশও নেন বুবলী। আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাতে শুটিং চলবে। এরপর ২৭ এপ্রিল থেকে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং হবে। আজাদ খানের গল্পে ‘জংলি’র চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আগুনে সব হারিয়ে আহাজারি কড়াইলে বস্তিবাসীর, খোলা মাঠে আশ্রয়

‘জংলি’তে সিয়ামের নায়িকা বুবলী

আপডেট সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: তিন বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গেল রোববার থেকে ঢাকার মোহাম্মদপুরে শুরু হয়েছে ‘জংলি’ সিনেমার শুটিং। এর আগে সিয়ামের জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করে সিনেমাটির ঘোষণা দেন নায়ক। সেই সময় সিনেমাটি নিয়ে খানিক ধারণা পাওয়া গেলেও এতে নায়িকা কে থাকছেন তা জানা যায়নি। তবে এবার জানা গেল, সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি পরিচালনা করছেন এম রাহিম, যিনি এর আগে ‘শান’ নির্মাণ করেছিলেন। সেই সিনেমার পর আবারও একসঙ্গে আসছেন এই নির্মাতা-নায়ক জুটি। এই নির্মাতা বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। যেখানে সিয়ামের সঙ্গে বুবলীকে দেখা গেছে। জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শুটিং হাউজে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে আজ সিয়ামের সঙ্গে অংশও নেন বুবলী। আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাতে শুটিং চলবে। এরপর ২৭ এপ্রিল থেকে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং হবে। আজাদ খানের গল্পে ‘জংলি’র চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।