ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজ ও তার সহযোগী রিমান্ড শেষে কারাগারে

  • আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে। মামলাটির তদন্ত কর্মকর্তা দুই আসামিকে চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের মাদকের মামলায় দু’দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চারদিন; দুই মামলায় মোট ছয়দিনের রিমান্ডের আদেশ দেন। গেল ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণি আটক হওয়ার পরদিন কথিত প্রযোজক রাজকে আটক করে র‌্যাব। তিনি রাজ মাল্টিমিডিয়া নামে একটি কথিত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার। র‌্যাব জানিয়েছে, মিশু নামে একজনকে গ্রেফতারের পর রাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পরে তার বাসা থেকে মদ, মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম ও বিকৃতি যৌনাচারে লিপ্ত থাকার সরঞ্জাম জব্দ করা হয়। পরের দিন ৫ আগস্ট রাতে রাজধানীর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। তার একদিন পরে (৬ আগস্ট) ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাজ ও তার সহযোগী রিমান্ড শেষে কারাগারে

আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে। মামলাটির তদন্ত কর্মকর্তা দুই আসামিকে চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের মাদকের মামলায় দু’দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চারদিন; দুই মামলায় মোট ছয়দিনের রিমান্ডের আদেশ দেন। গেল ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণি আটক হওয়ার পরদিন কথিত প্রযোজক রাজকে আটক করে র‌্যাব। তিনি রাজ মাল্টিমিডিয়া নামে একটি কথিত প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার। র‌্যাব জানিয়েছে, মিশু নামে একজনকে গ্রেফতারের পর রাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পরে তার বাসা থেকে মদ, মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম ও বিকৃতি যৌনাচারে লিপ্ত থাকার সরঞ্জাম জব্দ করা হয়। পরের দিন ৫ আগস্ট রাতে রাজধানীর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে। তার একদিন পরে (৬ আগস্ট) ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।