আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। অধিকৃত জেরুজালেমের পশ্চিমে বিশাল জঙ্গলে এই দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নেভাতে জোর তৎপরতা চালাচ্ছে তারা। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আর্জি জানিয়েছে ইসরায়েল।
আগুন নেভানোর জন্য ইসরায়েল ওই এলাকায় অন্তত ১১০টি অগ্নিনির্বাপক দল নিয়োগ করেছে। এর পাশাপাশি আটটি বিমান আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। গত রোববার এই অগ্নিকা- শুরু হয় এবং তিনদিনের প্রচেষ্টায় ইসরায়েল এখনো আগুন নেভাতে সক্ষম হয়নি। দাবানলে এরই মধ্যে জঙ্গলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং বেশ কয়েকটি কমিউনিটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত জানিয়েছেন, গ্রিস এবং সাইপ্রাস দমকল কর্মী পাঠাতে রাজি হয়েছে। অগ্নিকা- থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় জেরুজালেম শহর ঢেকে গেছে। ইসরায়েলের অগ্নিকা- এবং উদ্ধার বিভাগের প্রধান দেদি সিমচি জানিয়েছেন, অগ্নিকা-ের কারণ জানতে তদন্তকারীরা কাজ করছেন। মানুষের কর্মকা-ের কারণে এই অগ্নিকা- শুরু হয়েছে।
এরই মধ্যে ওই এলাকার বহু লোকজনকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। চলতি গ্রীষ্ম মৌসুমে ইসরায়েলে এবং ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশ আলজেরিয়া, সাইপ্রাস এবং তুরস্কে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে।
১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর এই পর্যন্ত যে কয়টি বড় দাবানলের ঘটনা ঘটেছে এটি তার অন্যতম প্রধান। খবরে বলা হয়েছে, প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে আগুন ছড়িয়ে পড়েছে।
দাবানলে নাকাল ইসরায়েল, বিদেশি সহায়তার আর্জি
ট্যাগস :
দাবানলে নাকাল ইসরায়েল
জনপ্রিয় সংবাদ