ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

৩ দিনব্যাপী বাংলা উৎসব শুরু

  • আপডেট সময় : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

রাজবাড়ী সংবাদদাতা : বাংলা ভাষার শুদ্ধ ও যথাযথ চর্চা এবং সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রাজবাড়ী একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হতে যাচ্ছে নবম বাংলা উৎসব। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বর্ণ মিছিলের মাধ্যমে শুভ সূচনা হবে বাংলা উৎসবের। বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবম বাংলা উৎসবের উদ্বোধন করবেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এছাড়া তিন দিনব্যাপী বাংলা উৎসবে দেশের খ্যাতনামা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এ উৎসবে থাকবে গুণীজন সংবর্ধনা,আবৃত্তি, নৃত্য, পুঁথি পাঠ ইত্যাদি। প্রায় ৫০টির মতো বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাইরে থেকেও অনেক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মধ্যে থাকছে বর্ণ লিখন,বর্ণ পরিচয়,শব্দ তৈরি, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেয়াল পত্রিকা, কুইজ, বিতর্ক, ছড়া লিখন, এক কথায় প্রকাশ সহ প্রায় ৫০ রকমের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা। রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, আমাদের প্রাণের বাংলা ভাষার সমৃদ্ধি, ভাষা ও সাহিত্যের ঐশ্বর্যের সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ী একাডেমির উদ্যোগে আমরা প্রতিবছর বাংলা উৎসবের আয়োজন করে থাকি। এ উৎসবে জেলার সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে থাকে। এ বছরও আমরা বাংলা উৎসবের আয়োজন করেছে। এবারের অনুষ্ঠান হবে তিন দিনব্যাপী। তিনি আরও বলেন, বাংলা উৎসব ছাত্রছাত্রীদের মেধা বিকাশের অনন্য সুযোগ এনে দিয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা এখানে ভাষা ও সাহিত্যের চর্চার সুযোগ পাচ্ছে। আমাদের এবারের নবম বাংলা উৎসবে আরও কিছু নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রথমবারের মতো এবার বিশেষ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ দুটি প্রতিযোগিতা ইতোমধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ সারা ফেলেছে। আমরা প্রাক বাংলা উৎসব ভাষা প্রতিযোগিতার মাধ্যমে বাছাই পর্ব সম্পন্ন করেছি। উৎসব মঞ্চে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৩ দিনব্যাপী বাংলা উৎসব শুরু

আপডেট সময় : ১২:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

রাজবাড়ী সংবাদদাতা : বাংলা ভাষার শুদ্ধ ও যথাযথ চর্চা এবং সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রাজবাড়ী একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হতে যাচ্ছে নবম বাংলা উৎসব। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বর্ণ মিছিলের মাধ্যমে শুভ সূচনা হবে বাংলা উৎসবের। বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবম বাংলা উৎসবের উদ্বোধন করবেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এছাড়া তিন দিনব্যাপী বাংলা উৎসবে দেশের খ্যাতনামা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এ উৎসবে থাকবে গুণীজন সংবর্ধনা,আবৃত্তি, নৃত্য, পুঁথি পাঠ ইত্যাদি। প্রায় ৫০টির মতো বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বাইরে থেকেও অনেক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মধ্যে থাকছে বর্ণ লিখন,বর্ণ পরিচয়,শব্দ তৈরি, আবৃত্তি, চিত্রাঙ্কন, দেয়াল পত্রিকা, কুইজ, বিতর্ক, ছড়া লিখন, এক কথায় প্রকাশ সহ প্রায় ৫০ রকমের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা। রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, আমাদের প্রাণের বাংলা ভাষার সমৃদ্ধি, ভাষা ও সাহিত্যের ঐশ্বর্যের সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ী একাডেমির উদ্যোগে আমরা প্রতিবছর বাংলা উৎসবের আয়োজন করে থাকি। এ উৎসবে জেলার সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে থাকে। এ বছরও আমরা বাংলা উৎসবের আয়োজন করেছে। এবারের অনুষ্ঠান হবে তিন দিনব্যাপী। তিনি আরও বলেন, বাংলা উৎসব ছাত্রছাত্রীদের মেধা বিকাশের অনন্য সুযোগ এনে দিয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা এখানে ভাষা ও সাহিত্যের চর্চার সুযোগ পাচ্ছে। আমাদের এবারের নবম বাংলা উৎসবে আরও কিছু নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রথমবারের মতো এবার বিশেষ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ দুটি প্রতিযোগিতা ইতোমধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ সারা ফেলেছে। আমরা প্রাক বাংলা উৎসব ভাষা প্রতিযোগিতার মাধ্যমে বাছাই পর্ব সম্পন্ন করেছি। উৎসব মঞ্চে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।