নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আহসানুল ইসলাম টিটু বলেন, ‘সীমিত সামর্থ্য নিয়ে দেশে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা ফলাফল বা কৃতিত্বলাভের জন্য কাজ করি না, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে চলছি।’ বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী কয়েকটি বছর আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ সময় আমাদের বাণিজ্যকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে চাই।’
এদিকে ১৫ রোজার পরেই দ্রব্যমূল্য কমে গিয়েছিল উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাজার পরিস্থিতি ঢাকা আর ঢাকার বাইরে ভিন্ন। ঢাকার বাইরের কম দামের পণ্য ঢাকায় বেশি দামে বিক্রি হয়। ভোক্তা যাদের কাছ থেকে পণ্য কেনেন, তাদের কাছে এসে দাম বাড়ে। সুলভমূল্যের বাজার প্রতিষ্ঠার কারণে ১৫ রোজার পরেই জিনিসপত্রের দাম কমে গিয়েছিল। সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নানক বলেন, ‘যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে বাড়ি যাওয়া এখন সহজ হয়ে গেছে। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি গেছে এবং ফিরে আসছে।’ তিনি বলেন, ‘রাজধানীর সার্বিক পরিস্থিতি এ সপ্তাহ ঢিলেঢালা যাবে। সামনের সপ্তাহে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করি।’ এই দেশ আর পিছিয়ে পড়বে না মন্তব্য করে তিনি বলেন, ‘রুহুল কবির রিজভীদের কল্পনার বাংলাদেশ আজ নেই। দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ রেখেছিল, সেই দেশ আজ আর নেই।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, মানুষ উৎসাহ নিয়ে ঈদ করেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
ট্যাগস :
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় খুঁজতে জরুরি সভায় মন্ত্রীরা মানুষ উৎসাহ নিয়ে ঈদ করেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
জনপ্রিয় সংবাদ