শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের জাজিরায় বিয়েতে দাওয়াত না পেয়ে কনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলে একজনকে আটক করে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, অস্বচ্ছল হওয়ায় ছোট পরিসরে ওই এলাকায় এক তরুণীর বিয়ে আয়োজন করেন চাচাতো ভাই সৈয়দ তাজুল ইসলাম। বিয়েতে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজনকে দাওয়াত দিতে পারেনি মেয়ে পক্ষ। এতে ক্ষুব্ধ হন ইউপি সদস্য ও তার লোকজন। শনিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে নাসির উদ্দিন ও তার লোকজন কনের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। নষ্ট করা হয় মেহমানদের জন্য তৈরি খাবার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পিন্টু সরদার নামের এক ব্যক্তির একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। এ ঘটনায় রোববার বিকেল সৈয়দ তাজুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাব্বির হোসাইন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আব্দুর রহমান খাঁ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী সৈয়দ তাজুল ইসলাম বলেন, আমার চাচা আর্থিকভাবে অসচ্ছল ও অসুস্থ। তাই আমি নিজে দায়িত্ব নিয়ে ছোট পরিসরে বোনের বিয়ের আয়োজন করি। অনুষ্ঠানে অনেক আত্মীয়কেও দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। মেম্বার নাসির বেপারী ও তার লোকজনকে দাওয়াত দেইনি বলে আমাদের অনুষ্ঠান নষ্ট করতে হামলা ও লুটপাট চালায়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জনপ্রিয় সংবাদ