ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

আদিবাসী নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ১২:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

রাজশাহী সংবাদদাতা : জাতীয় আদিবাসী পরিষদের পবা উপজেলার সভাপতি মুকুল বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ও খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে। মুকুল অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ ডিসেম্বর মুকুল বিশ্বাসকে ডিবি পুলিশ ৫২০ কেজি চোলাই মদ ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। পরিবার বলছে পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তারা। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগরীর সভাপতি ছোটন সরকার, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় কমিটি সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আদিবাসী নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

রাজশাহী সংবাদদাতা : জাতীয় আদিবাসী পরিষদের পবা উপজেলার সভাপতি মুকুল বিশ্বাসের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ও খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে। মুকুল অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ ডিসেম্বর মুকুল বিশ্বাসকে ডিবি পুলিশ ৫২০ কেজি চোলাই মদ ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। পরিবার বলছে পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে তার মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দেন তারা। মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগরীর সভাপতি ছোটন সরকার, কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় কমিটি সদস্য আন্দ্রিয়াস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।