ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ের পর্দায় সিনেমা ‘অসম্ভব’

  • আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘অসম্ভব’। পরিচালনায় অরুণা বিশ্বাস। সরকারি অনুদানে নির্মাণ হয়েছে এ সিনেমা। অরুণা বিশ্বাস তার সিনেমায় যাত্রাপালার সোনালি দিন ও বর্তমান প্রেক্ষাপটকে তুলে এনেছেন। তার বাবা বিগত শতাব্দীর কিংবদন্তি যাত্রাশিল্পী, অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাস। মা আরেক কিংবদন্তি মঞ্চ ও যাত্রা অভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস। বাবা ও মায়ের সূত্রে যাত্রাশিল্পের শান-শওকত খুব কাছ থেকে দেখেছেন অরুণা বিশ্বাস। সেই সব অভিজ্ঞতা তিনি সিনেমায় তুলে এনেছেন। ছবিটিতে যাত্রাসম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস চরিত্রে জ্যোৎস্না বিশ্বাস নিজেই অভিনয় করছেন। ‘অসম্ভব’ চলচ্চিত্রের মূল গল্প অরুণা বিশ্বাসের ভাই প্রসূন বিশ্বাস মিঠুর এবং সংলাপ রচনা করেছেন যৌথভাবে প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ। চলচ্চিত্রটিতে অরুণা বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ, স্বাগতাসহ অনেকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের ষষ্ঠ দিন চ্যানেল আইয়ের পর্দায় সিনেমা ‘অসম্ভব’

আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘অসম্ভব’। পরিচালনায় অরুণা বিশ্বাস। সরকারি অনুদানে নির্মাণ হয়েছে এ সিনেমা। অরুণা বিশ্বাস তার সিনেমায় যাত্রাপালার সোনালি দিন ও বর্তমান প্রেক্ষাপটকে তুলে এনেছেন। তার বাবা বিগত শতাব্দীর কিংবদন্তি যাত্রাশিল্পী, অভিনেতা ও পরিচালক অমলেন্দু বিশ্বাস। মা আরেক কিংবদন্তি মঞ্চ ও যাত্রা অভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস। বাবা ও মায়ের সূত্রে যাত্রাশিল্পের শান-শওকত খুব কাছ থেকে দেখেছেন অরুণা বিশ্বাস। সেই সব অভিজ্ঞতা তিনি সিনেমায় তুলে এনেছেন। ছবিটিতে যাত্রাসম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস চরিত্রে জ্যোৎস্না বিশ্বাস নিজেই অভিনয় করছেন। ‘অসম্ভব’ চলচ্চিত্রের মূল গল্প অরুণা বিশ্বাসের ভাই প্রসূন বিশ্বাস মিঠুর এবং সংলাপ রচনা করেছেন যৌথভাবে প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ। চলচ্চিত্রটিতে অরুণা বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আব্দুন নূর, শাহেদ, স্বাগতাসহ অনেকে।