ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই কার্গোডুবি, নিখোঁজ ২

  • আপডেট সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা নদীতে দএমভি থ্রি লাইট-১‘ নামে একটি সারবোঝাই কার্গো ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুজন। গতকাল রোববার বেলা ১১টার দিকে মোংলা বন্দর থেকে নওয়াপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল ইসলাম শেখ জানান। নিখোঁজরা হলেন- কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নুরুল বলেন, “সকালে বৃষ্টির পর বেলা ১১টার দিকে আকাশ পরিষ্কার ছিল। নদীতে তখন মধ্য জোয়ার। চালনার দিক থেকে আসা কার্গোটি ধীরে ধীরে রেলসেতুর দিকে আসছিল। “সেতুর পূর্বপাড় থেকে ২ নম্বর পিলারের সঙ্গে কার্গোর মাথা ধাক্কা লাগে। এরপর সেটি একটু ঘুরে গিয়ে নদীতে ডুবে যায়।” নুরুল বলেন, “সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় কার্গো থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া ১১ জনকে একটি নৌকায় তোলা হয়।” এ ঘটনায় কার্গোতে থাকা ১৩ জনের মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন জানিয়ে নৌ পুলিশ ফাঁড়ির এ কর্মকর্তা বলেন, “রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। “তবে নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।” এমভি থ্রি লাইট-১ কার্গোর মাস্টার মো. শহীদুল্লাহ বলছেন, “কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি নিয়ে নওয়াপাড়া দিকে যাচ্ছিল। “পথে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো রেলসেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় দ্রুত সেটি ডুবে যায়। ১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ রয়েছেন।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই কার্গোডুবি, নিখোঁজ ২

আপডেট সময় : ১১:২৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা নদীতে দএমভি থ্রি লাইট-১‘ নামে একটি সারবোঝাই কার্গো ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুজন। গতকাল রোববার বেলা ১১টার দিকে মোংলা বন্দর থেকে নওয়াপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল ইসলাম শেখ জানান। নিখোঁজরা হলেন- কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নুরুল বলেন, “সকালে বৃষ্টির পর বেলা ১১টার দিকে আকাশ পরিষ্কার ছিল। নদীতে তখন মধ্য জোয়ার। চালনার দিক থেকে আসা কার্গোটি ধীরে ধীরে রেলসেতুর দিকে আসছিল। “সেতুর পূর্বপাড় থেকে ২ নম্বর পিলারের সঙ্গে কার্গোর মাথা ধাক্কা লাগে। এরপর সেটি একটু ঘুরে গিয়ে নদীতে ডুবে যায়।” নুরুল বলেন, “সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় কার্গো থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া ১১ জনকে একটি নৌকায় তোলা হয়।” এ ঘটনায় কার্গোতে থাকা ১৩ জনের মধ্যে দুজন নিখোঁজ রয়েছেন জানিয়ে নৌ পুলিশ ফাঁড়ির এ কর্মকর্তা বলেন, “রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। “তবে নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।” এমভি থ্রি লাইট-১ কার্গোর মাস্টার মো. শহীদুল্লাহ বলছেন, “কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি নিয়ে নওয়াপাড়া দিকে যাচ্ছিল। “পথে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো রেলসেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় দ্রুত সেটি ডুবে যায়। ১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ রয়েছেন।”