ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ঈদের আগে পুড়ল বগুড়ার শাপলা মার্কেটের ১৫ দোকান

  • আপডেট সময় : ১১:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাপলা মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় ১৫টি দোকান পুড়ে গেছে। শহরের স্টেশন রোড এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় লাগা এ আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান।
তবে এতে কেউ হতাহত হয়নি। মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ বলেন, “যেসব দোকান পুড়েছে তার মধ্যে বেশিরভাগই কাপড়ের; বাকিগুলো ছাপাখানা ও সেলাই মেশিনের। সকাল সাড়ে ৭টায় আগুন লাগার বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। “কিন্তু ততক্ষণে ১৫ দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল।” মাসুদ বলেন, ঈদের জন্য তার দোকানেও প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি আর প্যান্ট রাখা ছিল; সব পুড়ে গেছে। আলামিন নামের আরেক দোকান মালিক বলেন, “ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাতটি ছাপাখানা। আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।” ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জিল হক বলছেন, ৭টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে বগুড়া সদরের চারটি, শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ১৫টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

ঈদের আগে পুড়ল বগুড়ার শাপলা মার্কেটের ১৫ দোকান

আপডেট সময় : ১১:২৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাপলা মার্কেটের আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় ১৫টি দোকান পুড়ে গেছে। শহরের স্টেশন রোড এলাকায় গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় লাগা এ আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান।
তবে এতে কেউ হতাহত হয়নি। মার্কেটের কাপড় ব্যবসায়ী মাসুদ বলেন, “যেসব দোকান পুড়েছে তার মধ্যে বেশিরভাগই কাপড়ের; বাকিগুলো ছাপাখানা ও সেলাই মেশিনের। সকাল সাড়ে ৭টায় আগুন লাগার বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। “কিন্তু ততক্ষণে ১৫ দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল।” মাসুদ বলেন, ঈদের জন্য তার দোকানেও প্রায় ১৪ লাখ টাকার গেঞ্জি আর প্যান্ট রাখা ছিল; সব পুড়ে গেছে। আলামিন নামের আরেক দোকান মালিক বলেন, “ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে সাতটি ছাপাখানা। আমার দোকানে চারটা কম্পিউটারসহ প্রায় চার লাখ টাকার মালামাল ছিল। সোয়া ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কিছুই নেই।” ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জিল হক বলছেন, ৭টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। পরে বগুড়া সদরের চারটি, শাজাহানপুর ও কাহালু উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কাপড়ের দোকান থেকে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ১৫টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।”