নিজস্ব প্রতিবেদক : নর্থ সাউথের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের জন্য তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল রেঞ্জ-রোভার গাড়ি কেনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারকে ভ্যাট দিতে চায় না, অথচ ট্রাস্টিদের জন্য সাড়ে ৩ কোটি টাকার গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল।
গতকাল মঙ্গলবার ইংলিশ মিডিয়াম সানিডেল স্কুলের ভ্যাট ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ প্রসঙ্গ আলোচনা হয়। আদালতে সানিডেল স্কুলের পক্ষে ব্যারিস্টার আহসানুল করিম শুনানি করেন। এ সময় তিনি বলেন, স্কুলের ভ্যাট-ট্যাক্স অভিভাবকদের থেকে নিয়েই সরকারকে পরিশোধ করতে হবে। অন্যথায় স্কুল থেকে কীভাবে ভ্যাট পরিশোধ করবে? শিক্ষাপ্রতিষ্ঠানের ভ্যাট প্রসঙ্গ এলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মাই লর্ড সেদিন পত্রিকায় দেখলাম একটি প্রাইভেট ইউনিভার্সিটি সাড়ে তিন কোটি টাকা দিয়ে কয়েকটি গাড়ি কিনেছে, যে গাড়িগুলো তাদের ট্রাস্টিদের দেওয়া হয়েছে। তখন বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, এটা কোন ইউনিভার্সিটি বলেন। জেনে রাখা দরকার। তখন অ্যাটর্নি জেনারেল বলেন, এনএসইউ (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)।
বিচারপতি বলেন, তাহলে ট্রাস্টি হলেই তো লাভ। এ সময় প্রধান বিচারপতি বলেন, টাকা ইনকাম যদি বেশি হয় তাহলে তো হবেই। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, অথচ চুক্তি আছে ট্রাস্টি হয়ে কোনো সুবিধা নেবে না। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কোর্টে বলেন, ক্যাশে নিচ্ছে না, অন্যভাবে নিল আর কী। তবে নিউজে দেখলাম লজ্জায় পড়ে তারা গাড়ি ফেরত দিয়েছেন।
জানা গেছে, ২০১৯ সালে বিওটির সিদ্ধান্তের ভিত্তিতে ল্যান্ড রোভারের ‘রেঞ্জ রোভার ২০১৯’ মডেলের নয়টি গাড়ি কেনে এনএসইউ কর্তৃপক্ষ। একেকটি গাড়ি কেনায় খরচ হয় প্রায় ৩ কোটি টাকা। গাড়িগুলোর চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচও দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে। দেশের অন্যতম বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টিদের প্রায় সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্থবিত্ত থাকলেও শিক্ষার্থীদের টিউশন ফির টাকায় বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ও মোটা অংকের সিটিং অ্যালাউন্সসহ নানা সুবিধা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন তারা। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে গত সপ্তাহে গাড়িগুলো একে একে বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে ফেরত পাঠানো হয়।
নর্থ সাউথের ট্রাস্টিদের রেঞ্জ-রোভার গাড়ি নিয়ে যা বললেন বিচারপতিরা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ