ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলে আটক

  • আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

চাঁদপুর সংবাদদাতা : নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। আটক জেলেরা হলেন- রুবেল বরকন্দাজ (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), মো. কাউছার গাজী (২৬), খলিল দেওয়ান (৩৩), নাছির আহমেদ ঢালী (৩৪), মো. মোস্তফা মাল (৬০), মো. করিম (২২), ইউসুফ আলী প্রধানিয়া (৪৫), জামাল বেপারী (৪৬), মো. সাহানুরী (১৬) ও মো. শাহিন (১৭)। ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোরে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর নামক স্থান থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এসব জেলেদের আটক করা হয়। এসময় এসব জেলেদের হেফাজতে থাকা তিন হাজার ৪০০ মিটার অবৈধ কারেন্টজাল ও চারটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলে আটক

আপডেট সময় : ১২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

চাঁদপুর সংবাদদাতা : নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। আটক জেলেরা হলেন- রুবেল বরকন্দাজ (২৮), মো. সাইফুল ইসলাম (২৮), মো. কাউছার গাজী (২৬), খলিল দেওয়ান (৩৩), নাছির আহমেদ ঢালী (৩৪), মো. মোস্তফা মাল (৬০), মো. করিম (২২), ইউসুফ আলী প্রধানিয়া (৪৫), জামাল বেপারী (৪৬), মো. সাহানুরী (১৬) ও মো. শাহিন (১৭)। ওসি কামরুজ্জামান বলেন, আজ ভোরে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর নামক স্থান থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এসব জেলেদের আটক করা হয়। এসময় এসব জেলেদের হেফাজতে থাকা তিন হাজার ৪০০ মিটার অবৈধ কারেন্টজাল ও চারটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা মামলার আলামত হিসেবে জব্দ করা হয়।