ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫

প্রশংসায় ভাসছে বাপ্পা মজুমদারের ‘ব্যস্ত শহর’

  • আপডেট সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক রচিত বাপ্পা মজুমদারের ‘ব্যস্ত শহর’ গানটি শ্রোতাদের প্রশংসায় ভাসছে। সম্প্রতি প্রজন্মের হার্টথ্রুব গায়ক বাপ্পা মজুমদার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন গানের গীতিকার সায়ীদ আবদুল মালিক ও শিল্পী বাপ্পা মজুমদার। যান্ত্রিক নাগরিক জীবনে মানুষ এখন কাছকাছি থেকেও যেন কেউ কারো না। পাশের ফ্ল্যাটের প্রতিবেশিও যেন ভিনগ্রহের কোনো অচেনা মানুষ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নগরে মানবিকতা হারিয়ে যাচ্ছে এমন বিষয়গুলো গানের কথায় বর্ণনা করেছেন গীতিকার সায়ীদ আবদুল মালিক। আর বাপ্পা মজুমদারও নিজের সবটুকু উজাড় করে সুর করেছেন একটু ভিন্নভাবে আর গায়কীতেও ফুটিয়ে তুলেছেন যাদুমাখা দরদ। সবকিছু মিলিয়ে সোনায় সোহাগা। এই গানটি সঙ্গীতাঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে জানান শিল্পী বাপ্পা মজুমদার। গানটির গীতিকার হিসেবে সায়ীদ আবদুল মালিককে অনন্য উচ্চতায় আসীন করেছে বলেও ধারণা করেছেন জনপ্রিয় এই শিল্পী। তিনি বলেন, এটি আমার গাওয়া সায়ীদ আবদুল মালিকের লেখা দ্বিতীয় গান। গানটি নিয়ে গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, ব্যস্ত শহরের নানা যান্ত্রিক জটিলতা ও মানুষে মানুষে সম্পর্কের টানাপোড়েন নিয়েই গানটি লেখা। গানটির জনপ্রিয়তা গীতিকার হিসেবে আমার ক্যারিয়ারকে আরো একধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশংসায় ভাসছে বাপ্পা মজুমদারের ‘ব্যস্ত শহর’

আপডেট সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক রচিত বাপ্পা মজুমদারের ‘ব্যস্ত শহর’ গানটি শ্রোতাদের প্রশংসায় ভাসছে। সম্প্রতি প্রজন্মের হার্টথ্রুব গায়ক বাপ্পা মজুমদার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন গানের গীতিকার সায়ীদ আবদুল মালিক ও শিল্পী বাপ্পা মজুমদার। যান্ত্রিক নাগরিক জীবনে মানুষ এখন কাছকাছি থেকেও যেন কেউ কারো না। পাশের ফ্ল্যাটের প্রতিবেশিও যেন ভিনগ্রহের কোনো অচেনা মানুষ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নগরে মানবিকতা হারিয়ে যাচ্ছে এমন বিষয়গুলো গানের কথায় বর্ণনা করেছেন গীতিকার সায়ীদ আবদুল মালিক। আর বাপ্পা মজুমদারও নিজের সবটুকু উজাড় করে সুর করেছেন একটু ভিন্নভাবে আর গায়কীতেও ফুটিয়ে তুলেছেন যাদুমাখা দরদ। সবকিছু মিলিয়ে সোনায় সোহাগা। এই গানটি সঙ্গীতাঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে জানান শিল্পী বাপ্পা মজুমদার। গানটির গীতিকার হিসেবে সায়ীদ আবদুল মালিককে অনন্য উচ্চতায় আসীন করেছে বলেও ধারণা করেছেন জনপ্রিয় এই শিল্পী। তিনি বলেন, এটি আমার গাওয়া সায়ীদ আবদুল মালিকের লেখা দ্বিতীয় গান। গানটি নিয়ে গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, ব্যস্ত শহরের নানা যান্ত্রিক জটিলতা ও মানুষে মানুষে সম্পর্কের টানাপোড়েন নিয়েই গানটি লেখা। গানটির জনপ্রিয়তা গীতিকার হিসেবে আমার ক্যারিয়ারকে আরো একধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।