অর্থনৈতিক প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ আগস্ট কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ওই দিন বেলা ৩টায় পর্ষদ সভায় ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। এদিকে ব্যাংকটি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। আলোচ্য হিসাব বছরে ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ঢাকা ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ বোনাস এবং ৬ শতাংশ নগদ লভ্যাংশ ছিল।