ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

  • আপডেট সময় : ১১:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের মুকসুদপুরে সড়কের পাশে পার্কিং করা ট্রাকের পেছনে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। বুধবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতব্বরের ছেলে মো. ফায়েজুল মাতব্বর (১৫) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)। বৃহস্পতিবার সকালে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসএম জালাল বিন আমির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে ফায়েজুল ও হাফিজুল দুই বন্ধু মিলে দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিল। তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গয়লাকান্দি এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফায়েজুল নিহত হয়। হাফিজুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ১১:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের মুকসুদপুরে সড়কের পাশে পার্কিং করা ট্রাকের পেছনে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। বুধবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতব্বরের ছেলে মো. ফায়েজুল মাতব্বর (১৫) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)। বৃহস্পতিবার সকালে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসএম জালাল বিন আমির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে ফায়েজুল ও হাফিজুল দুই বন্ধু মিলে দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিল। তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গয়লাকান্দি এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফায়েজুল নিহত হয়। হাফিজুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।