ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

গলের নতুন ফিচার ‘গুগল ভ্লগার’, যেসব সুবিধা পাবেন

  • আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। এআইয়ের জগতে অনেক আগেই যুক্ত হয়েছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে অনেকটাই পাল্টে গিয়েছে আধুনিক বিশ্ব। এবার ভোল বদলে যেতে পারে মানুষেরও। গুগলের নতুন ফিচার অন্তত তেমনই সুবিধা নিয়ে আসছে এবার। নিজের অবতার তৈরির পাশাপাশি সেটিকে অঙ্গুলিহেলনে (আঙুল দ্বারা নির্দেশদান বা ইশারায়) চালানো যাবে বলে জানিয়েছে টেক জায়ান্ট। ফলে অনায়াসে একজনের প্রক্সি দিতে পারবে ওই অবতার।
একজনের মুখ দেখেই থ্রিডি অবতার তৈরি করে দিতে পারবে গুগলের এই নয়া ফিচার। এজন্য শুধু নিজের ছবি দিতে হবে। তাই দেখেই অবিকল একটি মডেল গড়ে দেবে গুগল। সেটির হেয়ার স্টাইল থেকে পোশাক পরিচ্ছদ সবই ঠিক করে নেওয়া যাবে। অর্থাৎ মুখের অবিকল চেহারা চলে আসার পর বাকিটা নিজের মনমতো সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে। তবে এতেই চমকের শেষ নয়। কারণ গুগল ভ্লগার আরও বেশ কিছু কাজ করতে সক্ষম। গুগল ভ্লগারের আসল চমক এর চলাফেরায়। অর্থাৎ এই থ্রিডি মডেলটিকে চলাফেরা করানো যাবে। এর জন্য একজনকে শুদু মুখে নির্দেশ দিতে হবে। নির্দেশ পেলেই সেই মতো কাজ করে দেখাবে ওই মডেলটি। গুগল ভ্লগার নামকরণের পিছনেই রয়েছে ভিডিওর উদ্দেশ্য। অর্থাৎ এটি দিয়ে চাইলে ভিডিও বানানো সম্ভব। মডেলটিকে অনায়াসে সাধারণ আর পাঁচটা মানুষের মতো করেই ভিডিওতে দেখাতে পারবেন তার মালিক। যা ভিডিয়ো তৈরির গোটা প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও লাভদায়ক করে তুলতে পারে। বেশ কিছু ব্লগারের মতে, গুগল ভ্লগারের এই সুবিধা আদতে গোটা মানচিত্রই পাল্টে দিতে সক্ষম। যেভাবে ভিডিয়োগ্রাফি, রিল, ভ্লগিং করা হয়, তার পুরো প্রক্রিয়াতেই বদল আসতে পারে এর জেরে। তবে ঠিক কীভাবে তা ঘটতে চলেছে তা সময় বলবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলের নতুন ফিচার ‘গুগল ভ্লগার’, যেসব সুবিধা পাবেন

আপডেট সময় : ১০:২৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। এআইয়ের জগতে অনেক আগেই যুক্ত হয়েছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে অনেকটাই পাল্টে গিয়েছে আধুনিক বিশ্ব। এবার ভোল বদলে যেতে পারে মানুষেরও। গুগলের নতুন ফিচার অন্তত তেমনই সুবিধা নিয়ে আসছে এবার। নিজের অবতার তৈরির পাশাপাশি সেটিকে অঙ্গুলিহেলনে (আঙুল দ্বারা নির্দেশদান বা ইশারায়) চালানো যাবে বলে জানিয়েছে টেক জায়ান্ট। ফলে অনায়াসে একজনের প্রক্সি দিতে পারবে ওই অবতার।
একজনের মুখ দেখেই থ্রিডি অবতার তৈরি করে দিতে পারবে গুগলের এই নয়া ফিচার। এজন্য শুধু নিজের ছবি দিতে হবে। তাই দেখেই অবিকল একটি মডেল গড়ে দেবে গুগল। সেটির হেয়ার স্টাইল থেকে পোশাক পরিচ্ছদ সবই ঠিক করে নেওয়া যাবে। অর্থাৎ মুখের অবিকল চেহারা চলে আসার পর বাকিটা নিজের মনমতো সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে। তবে এতেই চমকের শেষ নয়। কারণ গুগল ভ্লগার আরও বেশ কিছু কাজ করতে সক্ষম। গুগল ভ্লগারের আসল চমক এর চলাফেরায়। অর্থাৎ এই থ্রিডি মডেলটিকে চলাফেরা করানো যাবে। এর জন্য একজনকে শুদু মুখে নির্দেশ দিতে হবে। নির্দেশ পেলেই সেই মতো কাজ করে দেখাবে ওই মডেলটি। গুগল ভ্লগার নামকরণের পিছনেই রয়েছে ভিডিওর উদ্দেশ্য। অর্থাৎ এটি দিয়ে চাইলে ভিডিও বানানো সম্ভব। মডেলটিকে অনায়াসে সাধারণ আর পাঁচটা মানুষের মতো করেই ভিডিওতে দেখাতে পারবেন তার মালিক। যা ভিডিয়ো তৈরির গোটা প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও লাভদায়ক করে তুলতে পারে। বেশ কিছু ব্লগারের মতে, গুগল ভ্লগারের এই সুবিধা আদতে গোটা মানচিত্রই পাল্টে দিতে সক্ষম। যেভাবে ভিডিয়োগ্রাফি, রিল, ভ্লগিং করা হয়, তার পুরো প্রক্রিয়াতেই বদল আসতে পারে এর জেরে। তবে ঠিক কীভাবে তা ঘটতে চলেছে তা সময় বলবে।