ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

উপজেলা ভোটে মন্ত্রী-এমপিদের হস্তক্ষেপ দেখলেই ব্যবস্থা: কাদের

  • আপডেট সময় : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা নির্বাচনে সরকারের মন্ত্রী ও এপিরা কোনো ধরনের ‘অবৈধ হস্তক্ষেপ’ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও ‘শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে’ বলে তিনি আশা প্রকাশ করছেন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কাদের বলেন, “কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।”
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের ‘সুস্পষ্ট প্রতিফলন’ ঘটবে এবং ভোটাররা নির্বিঘেœ নিজেদের ভোট দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন সরকারের সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, “নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকা-ে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।”
দেশের ৪৯৫ উপজেলায় এবার চার ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট হবে। স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রথমবারের মত চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন কাদের। তিনি বলেন, “নির্বাচন বানচালের বহুমুখী ষড়যন্ত্র ছিল। সেই প্রতিবন্ধকতা ডিঙিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছিল এবং নির্বাচনে সুস্পষ্টভাবে জনমতের প্রতিফলন ঘটেছে।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

উপজেলা ভোটে মন্ত্রী-এমপিদের হস্তক্ষেপ দেখলেই ব্যবস্থা: কাদের

আপডেট সময় : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা নির্বাচনে সরকারের মন্ত্রী ও এপিরা কোনো ধরনের ‘অবৈধ হস্তক্ষেপ’ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও ‘শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে’ বলে তিনি আশা প্রকাশ করছেন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কাদের বলেন, “কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।”
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের ‘সুস্পষ্ট প্রতিফলন’ ঘটবে এবং ভোটাররা নির্বিঘেœ নিজেদের ভোট দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন সরকারের সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, “নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকা-ে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।”
দেশের ৪৯৫ উপজেলায় এবার চার ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট হবে। স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রথমবারের মত চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন কাদের। তিনি বলেন, “নির্বাচন বানচালের বহুমুখী ষড়যন্ত্র ছিল। সেই প্রতিবন্ধকতা ডিঙিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছিল এবং নির্বাচনে সুস্পষ্টভাবে জনমতের প্রতিফলন ঘটেছে।”