ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

৩০ ফুট উঁচু থেকে লাফের ভয়ংকর অভিজ্ঞতা অমিতাভের

  • আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : একটু-আধটু সময় মিললেই সামাজিক মাধ্যমে স্মৃতির ঝাঁপি খুলে বসেন অমিতাভ বচ্চন। শুটিংয়ের নানা স্মৃতি, ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি করে নেন অনুসারীদের সঙ্গে। এবার যেমন ইনস্টাগ্রামে লিখেছেন কারও সাহায্য ছাড়াও ৩০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার অভিজ্ঞতা।
গতকাল সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বিগ বি। এই সাদা-কালো ছবিতে অমিতাভ বচ্চনকে একটি পাহাড় থেকে লাফ দিতে দেখা গেছে।
তাঁর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এই পুরোনো ছবির পাশাপাশি বিগ বি এ-ও জানিয়েছেন, কীভাবে অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হতো ছবিতে। কীভাবে স্টান্ট দৃশ্য করা হয়েছে ছবির জন্য। ছবিতে কোনো এক পাহাড়ের ওপর থেকে লাফ দিতে দেখা গেছে তাঁকে। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য ৩০ ফুট পাহাড় থেকে ঝাঁপ দেওয়া। কোনো জুতো নেই পায়ে, কোনো এক্সপ্রেশনের বদল নেই, কোনো ভিএফএক্স নেই…। এতটুকু ভুলের খুব বড় খেসারত দিতে হতো। আমি সত্যিই ভাগ্যবান ছিলাম সে যে কী একটা দিন ছিল আমার জীবনে।’ ‘বিগ বি’র এই ছবি দেখে স্মৃতিমেদুর ভক্তরাও। অনেকেই মন্তব্যে অমিতাভ বচ্চনের হিট সিনেমার পুরোনো দিনের কথা মনে করেছেন। আজও ভক্তরা অমিতাভ বচ্চনের ছবি দেখতে ভালোবাসেন। বিগ বির পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ঠিক আছে স্যার, তাই আমরা আপনাকে আসল অ্যাকশন হিরো বলেছি। শুভেচ্ছা।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩০ ফুট উঁচু থেকে লাফের ভয়ংকর অভিজ্ঞতা অমিতাভের

আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক : একটু-আধটু সময় মিললেই সামাজিক মাধ্যমে স্মৃতির ঝাঁপি খুলে বসেন অমিতাভ বচ্চন। শুটিংয়ের নানা স্মৃতি, ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি করে নেন অনুসারীদের সঙ্গে। এবার যেমন ইনস্টাগ্রামে লিখেছেন কারও সাহায্য ছাড়াও ৩০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার অভিজ্ঞতা।
গতকাল সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বিগ বি। এই সাদা-কালো ছবিতে অমিতাভ বচ্চনকে একটি পাহাড় থেকে লাফ দিতে দেখা গেছে।
তাঁর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এই পুরোনো ছবির পাশাপাশি বিগ বি এ-ও জানিয়েছেন, কীভাবে অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হতো ছবিতে। কীভাবে স্টান্ট দৃশ্য করা হয়েছে ছবির জন্য। ছবিতে কোনো এক পাহাড়ের ওপর থেকে লাফ দিতে দেখা গেছে তাঁকে। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য ৩০ ফুট পাহাড় থেকে ঝাঁপ দেওয়া। কোনো জুতো নেই পায়ে, কোনো এক্সপ্রেশনের বদল নেই, কোনো ভিএফএক্স নেই…। এতটুকু ভুলের খুব বড় খেসারত দিতে হতো। আমি সত্যিই ভাগ্যবান ছিলাম সে যে কী একটা দিন ছিল আমার জীবনে।’ ‘বিগ বি’র এই ছবি দেখে স্মৃতিমেদুর ভক্তরাও। অনেকেই মন্তব্যে অমিতাভ বচ্চনের হিট সিনেমার পুরোনো দিনের কথা মনে করেছেন। আজও ভক্তরা অমিতাভ বচ্চনের ছবি দেখতে ভালোবাসেন। বিগ বির পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ঠিক আছে স্যার, তাই আমরা আপনাকে আসল অ্যাকশন হিরো বলেছি। শুভেচ্ছা।’