নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিনকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (হেড অব কোর্ট অপারেশন) গাজী এম শওকত হাসান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় এই মামলা দায়ের করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৮ আগস্ট সকাল থেকে ব্যাংক কর্তৃপক্ষ দেখে যে, অজ্ঞাতনামা আসামিরা তাদের ফেক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং ওয়েব সাইট থেকে দি সিটি ব্যাংক লিমিটেড, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও অন্যান্য কর্মকর্তার অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। অজ্ঞাত আসামিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল সিস্টেম ব্যবহার করে ব্যক্তি সুবিধা লাভ করার জন্য বিভিন্ন সময়ে উল্লিখিত সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েব সাইট-গুলোতে দি সিটি ব্যাংক লিমিটেডের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা, ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালককে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করাসহ ব্যাংক থেকে অসাধু উপায়ে অর্থ আদায়ের হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য ব্যবহার করে মিথ্যা, মানহানিকর তথ্য ও ভিডিও তৈরি করে অপপ্রচার করছে। যেসব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে সেগুলো হলো- ১. ভাইরাল প্রতিদিন। ২. ঘধুববস কড়ৎবধ, ৩. ইলিয়াস হোসাইন ৪. ঈধৎঐঁন ইউ, ৫. ইউটিউব চ্যানেল: কযড়নড়ৎ ইউ, ৬. ইউটিউব চ্যানেল: গঞওঝ ইউ ঠঙওঈঊ ৭. ইউটিউব চ্যানেল: ঞঅখক ডওঞঐ ঝঐঅডঙঘ, ৮. ইউটিউব চ্যানেল: ঝঞঅজ ঘঊডঝ ইঅঘএখঅ, ৯. ইউটিউব চ্যানেল: খড়হফড়হ ইধহমষধ-লন্ডনবাংলা, ১০. ইউটিউব চ্যানেল: অজঙটঘউ ঘঊডঝ২৪, ১১. ইউটিউব চ্যানেল: চৎড়নধংযর৩৬০, ১২. ইউটিউব চ্যানেল: গড়হরৎধ ঝঁষঃধহধ চড়ঢ়ু.