ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নিজ উদ্যোগে হিন্দি সিনেমা আনছে সিনেপ্লেক্স

  • আপডেট সময় : ১০:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ‘ক্রু’। এটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ২৯ মার্চ। একই দিনে বাংলাাদেশেও সিনেমাটি মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্সের পেজ থেকে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদও। তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স প্রথমবারের কোনো বলিউডের সিনেমা আমদানি করছে। এতে সাড়া মিললে আগামীতে বলিউডের সিনেমা নিয়মিত আনা হবে। তিনি আরও জানান, ঈদের মত বড় উৎসবে বলিউডের সিনেমা আমদানি করার নিষেধ রয়েছে। তাই আমরা ঈদের আগে দশদিন এই সিনেমা প্রদর্শন করব। ঈদ উৎসবে বাংলা সিনেমার জমজমাট উৎসব থাকবে স্টার সিনেপ্লেক্সে। সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে। তিন চরিত্রে রয়েছে কারিনা, টাবু ও কৃতি। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। সিনেমাটির অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মাকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নিজ উদ্যোগে হিন্দি সিনেমা আনছে সিনেপ্লেক্স

আপডেট সময় : ১০:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ‘ক্রু’। এটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ২৯ মার্চ। একই দিনে বাংলাাদেশেও সিনেমাটি মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্সের পেজ থেকে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদও। তিনি বলেন, স্টার সিনেপ্লেক্স প্রথমবারের কোনো বলিউডের সিনেমা আমদানি করছে। এতে সাড়া মিললে আগামীতে বলিউডের সিনেমা নিয়মিত আনা হবে। তিনি আরও জানান, ঈদের মত বড় উৎসবে বলিউডের সিনেমা আমদানি করার নিষেধ রয়েছে। তাই আমরা ঈদের আগে দশদিন এই সিনেমা প্রদর্শন করব। ঈদ উৎসবে বাংলা সিনেমার জমজমাট উৎসব থাকবে স্টার সিনেপ্লেক্সে। সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে। তিন চরিত্রে রয়েছে কারিনা, টাবু ও কৃতি। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। সিনেমাটির অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মাকে।