ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

নতুন ঝামেলায় জনি ডেপ!

  • আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নতুন করে ঝামেলায় পড়লেন জনি ডেপ। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতে সবে স্ব¯িÍ পেয়েছেন। এর মাঝেই অভিনেতার বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণ’-এর অভিযোগ তুললেন এক প্রাক্তন সহশিল্পী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন বহু বার। তেমনি আইনি ঝামেলায় জড়িয়ে কিংবা উদ্ভট কাজকর্মের জন্য সমালোচিতও হয়েছেন একাধিকবার। এবার অভিনেত্রী লোলা গøাউডিনি দাবী করেছেন জনি ডেপ শুটিং সেটে অশøীল শব্দ ব্যবহার করেছেন এবং আপত্তিকর আচরণ করে অপমান করেছেন। ২০০১ সালে ‘বেøা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জনি ডেপ ও লোলা। লোলার দাবী অনুযায়ী, নির্মাতার নির্দেশে এক দৃশ্যে জোরে হাসতে হয়েছে তাকে, কিন্তু সেই অভিনয় ভালো লাগেনি জনি ডেপের। জনি ডেপ চুপ থাকতে পারেননি। রেগে গিয়ে অভিনেত্রীর মুখে আঙ্গুল ঢুকিয়ে দেন এবং অশøীল শব্দ ব্যবহার করে অভিনেত্রীকে অপদস্থ করেন। পরে দায়সারা ক্ষমা চাইলেও অভিনেত্রীর মনে সেই ক্ষত রয়ে গেছে এখনও।
এই বিষয়ে এবার মুখ খুললেন জনি। ডেডলাইন-এ দেয়া এক বিবৃতিতে অভিনেতার মুখপাত্র বলেছেন, ‘জনি সবসময়েই শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভালো কাজের সম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দেন। যেই দাবী উঠেছে তা অভিনেতার স্বভাববিরোধী এবং সেটে থাকা অন্যান্য সদস্যরা এরকম কোনো কিছু স্মরণ করতে পারছেন না।’ বায়োগ্রাফিক্যাল ফিল্ম ‘বেøা’-তে আমেরিকার ড্রাগ ট্রাফিকার জর্জ জাং-এর জীবন তুলে ধরা হয়েছে। ‘জর্জ জাং’-এর চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। লোলার চরিত্রের নাম ছিল ‘রাডা।’ ছবিটি পরিচালনা করেছেন টেড ডেমি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

নতুন ঝামেলায় জনি ডেপ!

আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: নতুন করে ঝামেলায় পড়লেন জনি ডেপ। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতে সবে স্ব¯িÍ পেয়েছেন। এর মাঝেই অভিনেতার বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণ’-এর অভিযোগ তুললেন এক প্রাক্তন সহশিল্পী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন বহু বার। তেমনি আইনি ঝামেলায় জড়িয়ে কিংবা উদ্ভট কাজকর্মের জন্য সমালোচিতও হয়েছেন একাধিকবার। এবার অভিনেত্রী লোলা গøাউডিনি দাবী করেছেন জনি ডেপ শুটিং সেটে অশøীল শব্দ ব্যবহার করেছেন এবং আপত্তিকর আচরণ করে অপমান করেছেন। ২০০১ সালে ‘বেøা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জনি ডেপ ও লোলা। লোলার দাবী অনুযায়ী, নির্মাতার নির্দেশে এক দৃশ্যে জোরে হাসতে হয়েছে তাকে, কিন্তু সেই অভিনয় ভালো লাগেনি জনি ডেপের। জনি ডেপ চুপ থাকতে পারেননি। রেগে গিয়ে অভিনেত্রীর মুখে আঙ্গুল ঢুকিয়ে দেন এবং অশøীল শব্দ ব্যবহার করে অভিনেত্রীকে অপদস্থ করেন। পরে দায়সারা ক্ষমা চাইলেও অভিনেত্রীর মনে সেই ক্ষত রয়ে গেছে এখনও।
এই বিষয়ে এবার মুখ খুললেন জনি। ডেডলাইন-এ দেয়া এক বিবৃতিতে অভিনেতার মুখপাত্র বলেছেন, ‘জনি সবসময়েই শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভালো কাজের সম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দেন। যেই দাবী উঠেছে তা অভিনেতার স্বভাববিরোধী এবং সেটে থাকা অন্যান্য সদস্যরা এরকম কোনো কিছু স্মরণ করতে পারছেন না।’ বায়োগ্রাফিক্যাল ফিল্ম ‘বেøা’-তে আমেরিকার ড্রাগ ট্রাফিকার জর্জ জাং-এর জীবন তুলে ধরা হয়েছে। ‘জর্জ জাং’-এর চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। লোলার চরিত্রের নাম ছিল ‘রাডা।’ ছবিটি পরিচালনা করেছেন টেড ডেমি।