পাবনা সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলার খাস আমিনপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে ১৫টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সেহরির সময় স্থানীয়রা বিষয়টি টের পান। জানা গেছে, গভীর রাতে মোট ৯ জন দুর্বৃত্ত এসব কঙ্কাল চুরিতে অংশ নেয়। তারা বিভিন্ন কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে পালিয়ে যায়। সকালে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে লোকজন কবরস্থানে আসতে থাকেন। উদ্বিগ্ন লোকজন তাদের স্বজনদের কবরে গিয়ে মরদেহের অবস্থা জানার চেষ্টা করেন। কবরস্থানের পাশের এক বাড়ির গৃহবধূ রেখা খাতুন জানান, তিনি সেহরির আগে ঘুম থেকে উঠে দেখেন কবরস্থান থেকে মোট ৯ জন ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। তারা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরা ছিল। তাদের কাছে বড় বড় ব্যাগ ছিল। যে ব্যাগগুলো ছোট বড় করা যায়। তিনি জানান, প্রথমে ৬ জন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যান। পরের ৩ জন স্থান ত্যাগ করার আগে একটি ট্রাকের হেডলাইটের আলো পড়লে তারা একটু আড়ালে দাঁড়ান। পরে তারা সবাই কাজীরহাটের দিকে দ্রুত চলে যেতে থাকেন। রেখা খাতুন আরও জানান, তিনি বিষয়টি দেখার পর বাড়ির অন্য সদস্যদের ও পাশের লোকজনকে জানান। তখন লোকজন জড়ো হয়ে কবরস্থানে গিয়ে দেখতে পান ১৫টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। স্থানীয় বাসিন্দা বুলবুল হাসান বলেন, মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা উদ্বেগজনক ও আতঙ্কের। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। কবরস্থানের সভাপতি বাবুল উদ্দিন জানান, এমন ঘটনায় তারা হতবাক হয়ে গেছেন। পুরো এলাকার মানুষের মধ্যে তাদের স্বজনদের মরদেহের ব্যাপারে আতঙ্ক ছড়িয়ে পেড়েছে। যেসব মৃত ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে তা এখনও পুরাপুরি শনাক্ত করা যায়নি। তারা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানিয়েছেন। বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেসবাহ মোল্লা জানান, ঘটনাটি দুঃখজনক। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ