ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

শুটিংয়ে গুরুতর আহত ইমন

  • আপডেট সময় : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক ইমন। বর্তমানে সুন্দরবনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন এই নায়ক। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় আরেক অভিনেতা জয় চৌধুরী এখন সুন্দরবনে শুটিং করছেন। সেখান থেকে তিনি বলেন, ‘সকালে একটি শট ছিল, যেখানে জাহাজ থেকে লাফ দিতে হয় ইমন ভাইকে। সেই শট দিতে গিয়েই জাহাজের নোঙরে পা লেগে বেশ জখম হয়েছেন। প্রাথমিকভাবে আমরা যা যা করার করেছি। তবে পায়ের অবস্থা বেশ একটা ভালো নয়।’ ১৯৭১ সালে নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত গেরিলা অভিযানের বীরত্বের গল্প এবার উঠে আসছে সিনেমার পর্দায়। ‘অপারেশন জ্যাকপট’ নামেই নির্মিত হচ্ছে সিনেমাটি। এর অর্থায়ন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। সিনেমাটির নির্মাণের দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস ও বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল, ইমন, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী, অমিত হাসান, পল্লব, ইশতিয়াক আহমেদ রুমেল, নিপুণ, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, ড্যানি সিডাক, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ, ওমর সানী, মিশা সওদাগর।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

শুটিংয়ে গুরুতর আহত ইমন

আপডেট সময় : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

বিনোদন প্রতিবেদক: মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক ইমন। বর্তমানে সুন্দরবনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন এই নায়ক। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় আরেক অভিনেতা জয় চৌধুরী এখন সুন্দরবনে শুটিং করছেন। সেখান থেকে তিনি বলেন, ‘সকালে একটি শট ছিল, যেখানে জাহাজ থেকে লাফ দিতে হয় ইমন ভাইকে। সেই শট দিতে গিয়েই জাহাজের নোঙরে পা লেগে বেশ জখম হয়েছেন। প্রাথমিকভাবে আমরা যা যা করার করেছি। তবে পায়ের অবস্থা বেশ একটা ভালো নয়।’ ১৯৭১ সালে নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত গেরিলা অভিযানের বীরত্বের গল্প এবার উঠে আসছে সিনেমার পর্দায়। ‘অপারেশন জ্যাকপট’ নামেই নির্মিত হচ্ছে সিনেমাটি। এর অর্থায়ন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। সিনেমাটির নির্মাণের দায়িত্ব পেয়েছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস ও বাংলাদেশের দেলোয়ার জাহান ঝন্টু। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল, ইমন, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী, অমিত হাসান, পল্লব, ইশতিয়াক আহমেদ রুমেল, নিপুণ, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, ড্যানি সিডাক, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ, ওমর সানী, মিশা সওদাগর।