নিজস্ব প্রতিবেদক : দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি ও জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম কারাবন্দী অবস্থায় মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
গতকাল রোববার সকাল ৮টা ১৪ মিনিটে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। তিনি বলেন, গত ২৬ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ থাকা অবস্থায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদ- দেন আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।
দশ ট্রাক অস্ত্র মামলায় কারাবন্দী সাবেক এনএসআই প্রধানের মৃত্যু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ