দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম বিষয়ে মতবিনিময় ও স্কিম বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়। সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমদাদ সরকার। সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের সার্বিক দিক নিয়ে আলোচনা ও অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি)) সাথী দাস। উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, বার্ধক্য কালে আর অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে না। বর্তমানে সরকার সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার চেষ্টা করছে। বিশেষ করে বয়স্কদের জন্য সরকার এই পেনশন স্কিম চালু করেছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে যে পেনশন স্কিম রয়েছে স্ব স্ব উদ্যোগে সকলকে রেজিষ্ট্রেশন করার আহবান জানান তিনি। উল্লেখ্য, টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধব নাগরিকগণ ও ১০ বছর নিরবচ্ছিন্ন জমা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ প্রগতি ও সুরক্ষা স্কিমে তার পরিবারের ১৮ বা তার উর্ধ্বে এক বা একাধিক সদস্যের নামে নিবন্ধন করে বৈদেশিক মুদ্রা জমা প্রদান করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় প্রেরিত জমার ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার অর্থ তার হিসেবে জমা হবে। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যেমন প্রবাস, সুরক্ষা, প্রগতি ও সমতা ক্যাটাগরিতে সব শ্রেণি পেশার মানুষ অন্তর্ভূক্ত হতে পারবে। যার নামে পেনশন স্কিম খোলা হবে সে তার জীবদ্দশায় এই পেনশন গ্রহণ করবেন। তবে তার অবর্তমানে তার নমিনি পেনশন স্কিম হোল্ডারের সমুদয় টাকা নির্ধারিত সুদ সমেদ এককালীন ফেরত পাবেন। সরকারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকে নিবন্ধন সম্পন্ন করেছেন অনেকে আবার গভীর আগ্রহ প্রকাশ করেছেন।