ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

নাটক ও গান নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ‘মেঠোপথ’

  • আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়া যাচ্ছে ঢাকার নাট্যদল ‘মেঠোপথ’। আগামী ১৬ মার্চ অস্ট্রেলিয়ার এডিলেড ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে মঞ্চস্থ হবে তাদের প্রযোজনা ‘অতঃপর মাধো’। একই উৎসবে ‘মেঠোপথ’ গানের দলের শিল্পীদের পরিবেশনাও থাকবে। ‘মেঠোপথ’ থিয়েটারের দলপ্রধান শামীমা আক্তার মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ট্রেলিয়ায় শনিবার দুপুর সাড়ে ১২টায় নাটকটির ৩২তম প্রদর্শনী হবে। পরে সোয়া ২টায় থাকবে গানের পরিবেশনা। গান পরিবেশন করবেন- মোহাম্মদ ইমরান হোসেন, শিশির রহমান, শামীমা আক্তার মুক্তা ও মনোহর চন্দ্র দাশ। গানের সঙ্গে ঢোল বাজাবেন শহীদুল ইসলাম টুকু ও বাঁশি বাজাবেন মো. খলিলুর রহমান। এরপর ২০ মার্চ সিডনি মেসকট কমিউনিটি হলে ‘মেঠোপথ’ থিয়েটারের পঞ্চম প্রযোজনা ‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকের প্রিমিয়ার শো হবে। বাংলাদেশি লোকগানের দল হিসেবে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বরে যাত্রা করে ‘মেঠোপথ’। ২০১৭ সালে তারা মঞ্চে আনে ‘অতঃপর মাধো’। এ নাটকের মাধ্যমে নাট্যদল হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৯ সালে মেঠোপথ থিয়েটার এবং ভারতের ‘সহজ পথ’ থিয়েটারের যৌথ প্রযোজনায় ‘জলকুমারী’ নাটকটি মঞ্চে আসে। একই বছর মেঠোপথ থিয়েটার মঞ্চে আনে ‘পুতুলটিকে দেখে রেখো’।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

নাটক ও গান নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ‘মেঠোপথ’

আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়া যাচ্ছে ঢাকার নাট্যদল ‘মেঠোপথ’। আগামী ১৬ মার্চ অস্ট্রেলিয়ার এডিলেড ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে মঞ্চস্থ হবে তাদের প্রযোজনা ‘অতঃপর মাধো’। একই উৎসবে ‘মেঠোপথ’ গানের দলের শিল্পীদের পরিবেশনাও থাকবে। ‘মেঠোপথ’ থিয়েটারের দলপ্রধান শামীমা আক্তার মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ট্রেলিয়ায় শনিবার দুপুর সাড়ে ১২টায় নাটকটির ৩২তম প্রদর্শনী হবে। পরে সোয়া ২টায় থাকবে গানের পরিবেশনা। গান পরিবেশন করবেন- মোহাম্মদ ইমরান হোসেন, শিশির রহমান, শামীমা আক্তার মুক্তা ও মনোহর চন্দ্র দাশ। গানের সঙ্গে ঢোল বাজাবেন শহীদুল ইসলাম টুকু ও বাঁশি বাজাবেন মো. খলিলুর রহমান। এরপর ২০ মার্চ সিডনি মেসকট কমিউনিটি হলে ‘মেঠোপথ’ থিয়েটারের পঞ্চম প্রযোজনা ‘মলুয়ার প্রেমাখ্যান’ নাটকের প্রিমিয়ার শো হবে। বাংলাদেশি লোকগানের দল হিসেবে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বরে যাত্রা করে ‘মেঠোপথ’। ২০১৭ সালে তারা মঞ্চে আনে ‘অতঃপর মাধো’। এ নাটকের মাধ্যমে নাট্যদল হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৯ সালে মেঠোপথ থিয়েটার এবং ভারতের ‘সহজ পথ’ থিয়েটারের যৌথ প্রযোজনায় ‘জলকুমারী’ নাটকটি মঞ্চে আসে। একই বছর মেঠোপথ থিয়েটার মঞ্চে আনে ‘পুতুলটিকে দেখে রেখো’।