নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় পণ্যবাহী ট্রাক, সবজির পিকআপ, শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি ও পণ্যবাহী অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজির সময় ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সোমবার (১১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন র্যাব সদস্যরা। এতে নেতৃত্ব দেন র্যাব-৫, ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। আটকরা হলেন- সিংড়া উপজেলার সরকারপাড়া এলাকার মো. আরিফুল ইসলাম (৩০), নিংগুইন উত্তরপাড়ার মো. হাফিজ (৪০), চাঁদপুর এলাকার মো. মনসুর রহমান (৩৫), মাদারীপুর এলাকার মো. বকুল খান (৪৭), বাসুয়াপাড়ার মো. নজরুল ইসলাম (৪৫) ও মাদারীপুর এলাকার মো. কুদরত (৩৫)।