জাবি সংবাদদাতা : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় ৪৭ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী মশিউর সাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটে দুই হাজার টাকার চেয়ার ২২ হাজার টাকায় ক্রয় করেন, এটা নিষিদ্ধ করেন। বিশ্ববিদ্যালয়ে অশ্লীলতা নিষিদ্ধ করুন, মদ নিষিদ্ধ করুন, ইয়াবা নিষিদ্ধ করুন। আপনারা এগুলো না করে ইফতার পার্টি নিষিদ্ধ করছেন। এই ইফতারের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব তৈরি হয়।