ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এক চার্জে টানা ৩৭ ঘণ্টা চলবে নেকব্যান্ড

  • আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: বর্তমানে জনপ্রিয় ইয়ারফোন ব্যান্ড নাথিং। বাজারে অসংখ্য ইয়ারবাডসহ নানান স্মার্ট গ্যাজেট রয়েছে সংস্থার। এবার নতুন একটি নেকব্যান্ড নিয়ে এলো নাথিং। নতুন বেশ কিছু ফিচার থাকছে নেকব্যান্ডটিতে। সেই সঙ্গে ৩৭ ঘণ্টা চার্জ ব্যাকআপ পাওয়া যাবে বলেই দাবি সংস্থার। নাথিং নেকব্যান্ড প্রো-তে থাকছে ১৩.৬ এমএম কাস্টম ডাইনামিক ড্রাইভার সঙ্গে আল্ট্রা ব্যাস টেকনোলজি। এই নেকব্যান্ডে পাবেন ৫০ডিবি অ্যাডাপটিভ হাইব্রিড এএনসি ফিচার এবং ট্রান্সপ্যারেন্সি মোড। এইচডি মাইক এবং ক্লিয়ার ভয়েস টেকনোলজি রয়েছে ডিভাইসে। এছাড়াও পাবেন ফিজিক্যাল স্মার্ট ডায়াল, উইন্ড নয়েস রিডাকশন, ম্যাগনেটিক কানেকশন এবং লো ল্যাগ মোড। কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন ব্লুটুথ ৫.৩ এবং গুগল ফাস্ট পেয়ার। নাথিং স্মার্টফোনের সঙ্গে চোখের নিমেষে কানেক্ট হয়ে যাবে এই নেকব্যান্ড। নাথিংয়ের দাবি অনুযায়ী, এতে ৩৭ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে ২২০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, পাবেন ওচ৫৫ রেটিং। এটি অরেঞ্জ, ডার্ক গ্রে এবং লাইট গ্রে রঙে অর্ডার করতে পারবেন। নাথিং নেকব্যান্ড প্রোয়ের দাম রাখা হয়েছে ভারতে ১ হাজার ৯৯৯ রুপি। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইটগুলোতে অর্ডার করতে পারবেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চিনি খাওয়া বাদ দিলে প্রথম ৪ সপ্তাহে শরীরে যা ঘটে

এক চার্জে টানা ৩৭ ঘণ্টা চলবে নেকব্যান্ড

আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

প্রযুক্তি ডেস্ক: বর্তমানে জনপ্রিয় ইয়ারফোন ব্যান্ড নাথিং। বাজারে অসংখ্য ইয়ারবাডসহ নানান স্মার্ট গ্যাজেট রয়েছে সংস্থার। এবার নতুন একটি নেকব্যান্ড নিয়ে এলো নাথিং। নতুন বেশ কিছু ফিচার থাকছে নেকব্যান্ডটিতে। সেই সঙ্গে ৩৭ ঘণ্টা চার্জ ব্যাকআপ পাওয়া যাবে বলেই দাবি সংস্থার। নাথিং নেকব্যান্ড প্রো-তে থাকছে ১৩.৬ এমএম কাস্টম ডাইনামিক ড্রাইভার সঙ্গে আল্ট্রা ব্যাস টেকনোলজি। এই নেকব্যান্ডে পাবেন ৫০ডিবি অ্যাডাপটিভ হাইব্রিড এএনসি ফিচার এবং ট্রান্সপ্যারেন্সি মোড। এইচডি মাইক এবং ক্লিয়ার ভয়েস টেকনোলজি রয়েছে ডিভাইসে। এছাড়াও পাবেন ফিজিক্যাল স্মার্ট ডায়াল, উইন্ড নয়েস রিডাকশন, ম্যাগনেটিক কানেকশন এবং লো ল্যাগ মোড। কানেক্টিভিটির ক্ষেত্রে পাবেন ব্লুটুথ ৫.৩ এবং গুগল ফাস্ট পেয়ার। নাথিং স্মার্টফোনের সঙ্গে চোখের নিমেষে কানেক্ট হয়ে যাবে এই নেকব্যান্ড। নাথিংয়ের দাবি অনুযায়ী, এতে ৩৭ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রয়েছে ২২০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, পাবেন ওচ৫৫ রেটিং। এটি অরেঞ্জ, ডার্ক গ্রে এবং লাইট গ্রে রঙে অর্ডার করতে পারবেন। নাথিং নেকব্যান্ড প্রোয়ের দাম রাখা হয়েছে ভারতে ১ হাজার ৯৯৯ রুপি। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইটগুলোতে অর্ডার করতে পারবেন।