ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে কোভিডে। আর ১৩ জনের মৃত্যু হয়েছে উপসর্গে। হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. মহিউদ্দিন জানান, করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। এখন পর্যন্ত হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৩৯৯ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৬০০টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ শতাংশ।
জনপ্রিয় সংবাদ