ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

নারী দিবসে ওটিটিতে আসছে ‘ক্রিমিনালস‘

  • আপডেট সময় : ১২:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এমএলএম প্রতারণা এবং প্রতারকদের পাকড়াও করার গল্প নিয়ে নারী দিবসে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘ক্রিমিনালস’। আগামী ৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে এই ওয়েব ফিল্ম। আলফা আই স্টুডিও লিমিটেডের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। এ সিনেমায় অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা।
নির্মাতা ফরহাদ আহমেদ বলেন, “আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পরপরই এরকম ঘটনা আমরা দেখি, সুতরাং বলা যায় মানুষের মাঝে সচেতনতার অভাব আছে। এরকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনালের গল্প তৈরি হয়েছে।” তিনজন নারীকে ঠকিয়ে তাদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আর টাকা উদ্ধারে সেই নারীদের সংগ্রামের গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। পরিচালক বলেন, “কথায় আছে ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়।” দীপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, গৃহিণী নীলা বোস আর কর্মজীবী নারী বীথি রহমানকে নিয়ে এ সিনেমার গল্প। একটি শহরের তিনপ্রান্তে থাকা তিন বয়সী নারী একত্রিত হন একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হয় আইন। “চুমকি, নীলা আর বীথির সংগ্রামের এই পথ সহজ নয়। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে।”

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নারী দিবসে ওটিটিতে আসছে ‘ক্রিমিনালস‘

আপডেট সময় : ১২:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: এমএলএম প্রতারণা এবং প্রতারকদের পাকড়াও করার গল্প নিয়ে নারী দিবসে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘ক্রিমিনালস’। আগামী ৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে এই ওয়েব ফিল্ম। আলফা আই স্টুডিও লিমিটেডের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। এ সিনেমায় অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা।
নির্মাতা ফরহাদ আহমেদ বলেন, “আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পরপরই এরকম ঘটনা আমরা দেখি, সুতরাং বলা যায় মানুষের মাঝে সচেতনতার অভাব আছে। এরকম একটি প্রতারণার ঘটনা থেকেই ক্রিমিনালের গল্প তৈরি হয়েছে।” তিনজন নারীকে ঠকিয়ে তাদের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আর টাকা উদ্ধারে সেই নারীদের সংগ্রামের গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। পরিচালক বলেন, “কথায় আছে ট্র্যাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়।” দীপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, গৃহিণী নীলা বোস আর কর্মজীবী নারী বীথি রহমানকে নিয়ে এ সিনেমার গল্প। একটি শহরের তিনপ্রান্তে থাকা তিন বয়সী নারী একত্রিত হন একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হয় আইন। “চুমকি, নীলা আর বীথির সংগ্রামের এই পথ সহজ নয়। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের বর্তমান পদক্ষেপ; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে।”