ক্রীড়া ডেস্ক : চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। গত সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের ২০তম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরের শিরোপা নিশ্চিত করেছে শীর্ষ দলটি। এই জয়ে কিংসদের অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বরাবর লেখা চিঠিতে ইনফান্তিনো এ অভিনন্দন বার্তা পাঠান। তিনি লেখেন, ‘প্রিয় প্রেসিডেন্ট, বাংলাদেশে ২০২১ সালের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এই শিরোপা নিশ্চিতভাবেই কঠোর পরিশ্রম, প্যাশন ও কমিটমেন্টের ফসল। গুরুত্বপূর্ণ এই অর্জনে ক্লাবের সবাই গর্বিত হতে পারে।’ ইনফান্তিনো আরও লিখেছেন, ‘আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, যদি আমার পক্ষ থেকে এই শুভেচ্ছাবার্তা দলটির সবাইকে পৌঁছে দিন। আমি বরাবরই টিম স্পিরিট, প্যাশন ও অধ্যবসায়ের দিকে উৎসাহ প্রদান করি।’ চিঠিটি সোশ্যাল সাইটে প্রকাশ করে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমাদের কঠোর পরিশ্রমের ফল, যার জন্য এতদিনের অপেক্ষা। বসুন্ধরা কিংস আজ গর্বিত।’