ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬

তালেবানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা চলছে: আফগান প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা চলছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
তালেবান এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের ১৮টি প্রদেশ দখল করে নিয়েছে। ইতোমধ্যে তারা রাজধানী কাবুলের ৪০ কিলোমিটার এলাকার মধ্যে চলে এসেছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে আশরাফ গনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর পুনর্বিন্যাস এবং এর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে পদত্যাগ কিংবা কোনো ধরনের দায় নেওয়ার ইঙ্গিত দেনটি আফগান প্রেসিডেন্ট। তবে যুদ্ধ অবসানে পরামর্শ চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট গনি বলেন, ‘ঐতিহাসিক মিশন হিসেবে, আমি জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে আরও মৃত্যু বাড়তে দিতে চাই না। তাই আমি সরকারের অভ্যন্তরে প্রবীণ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে যুক্তিসঙ্গত ও নির্দিষ্ট রাজনৈতিক সমাধান অর্জনের বিষয়ে আলোচনা শুরু করেছি যার মধ্যে আফগানিস্তানের মানুষের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি রয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালেবানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা চলছে: আফগান প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:৪২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা চলছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।
তালেবান এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের ১৮টি প্রদেশ দখল করে নিয়েছে। ইতোমধ্যে তারা রাজধানী কাবুলের ৪০ কিলোমিটার এলাকার মধ্যে চলে এসেছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে আশরাফ গনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর পুনর্বিন্যাস এবং এর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে পদত্যাগ কিংবা কোনো ধরনের দায় নেওয়ার ইঙ্গিত দেনটি আফগান প্রেসিডেন্ট। তবে যুদ্ধ অবসানে পরামর্শ চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট গনি বলেন, ‘ঐতিহাসিক মিশন হিসেবে, আমি জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে আরও মৃত্যু বাড়তে দিতে চাই না। তাই আমি সরকারের অভ্যন্তরে প্রবীণ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে যুক্তিসঙ্গত ও নির্দিষ্ট রাজনৈতিক সমাধান অর্জনের বিষয়ে আলোচনা শুরু করেছি যার মধ্যে আফগানিস্তানের মানুষের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি রয়েছে।’