ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

  • আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১৩ আগস্ট) ফিলিপাইন বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে। যা ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। খবর আনাদোলু এজেন্সির।
দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
মূলত করোনাভাইরাসের ডেল্ট ভেরিয়েন্টের সংক্রমণ রুখতেই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে থাকতে গেল ২৯ এপ্রিল ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপাইন। এরপর এই তালিকায় যুক্ত হয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাত। গেল ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।
উপরিউক্ত দেশগুলোর ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা আগামী রোববার অর্থাৎ ১৫ আগস্ট উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই নিষেধাজ্ঞার (১৬-৩১ আগস্ট) অনুমোদন দিয়েছেন।
শুক্রবার ফিলিপাইনে নতুন করে ১৩ হাজার ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ২৯৯ জন।
গেল ১০ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৩১০ জন আক্রান্ত হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১৩ আগস্ট) ফিলিপাইন বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে। যা ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। খবর আনাদোলু এজেন্সির।
দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
মূলত করোনাভাইরাসের ডেল্ট ভেরিয়েন্টের সংক্রমণ রুখতেই নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
ডেল্টা ভেরিয়েন্ট থেকে নিরাপদে থাকতে গেল ২৯ এপ্রিল ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপাইন। এরপর এই তালিকায় যুক্ত হয় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান ও আরব আমিরাত। গেল ১৬ জুলাই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয় ইন্দোনেশিয়া। আর ২৫ জুলাই যুক্ত হয় মালয়েশিয়া ও থাইল্যান্ড।
উপরিউক্ত দেশগুলোর ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা আগামী রোববার অর্থাৎ ১৫ আগস্ট উঠে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এই নিষেধাজ্ঞার (১৬-৩১ আগস্ট) অনুমোদন দিয়েছেন।
শুক্রবার ফিলিপাইনে নতুন করে ১৩ হাজার ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ২৯৯ জন।
গেল ১০ এপ্রিল দেশটিতে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ৩১০ জন আক্রান্ত হয়েছিল।