ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ব্র্যাথওয়েট-হোল্ডারে উইন্ডিজের রক্ষা

  • আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে নিজেরাও অস্বস্তিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রেইগ ব্র্যাথওয়েট-জেসন হোল্ডারে কোনোমতে রক্ষা পায় ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত কিংস্টনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে লিড নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ২১৭ রানের লিডের জবাবে খেলতে নেমে উইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ২৫১ রান করে। লিড ৩৪ রানের। হাতে আছে ২ উইকেট। ২০ রান নিয়ে অপরাজিত আছেন জশুয়া ডি সিলভা। তার সঙ্গে আছেন জোমেল ওয়ারিক্যান। খেলতে নেমেই ১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে উইন্ডিজ। ০ রানে ফেরেন ওপেনার কিয়েরন পাওয়েল ও তিনে নামা এনক্রুমা বোনার। ব্র্যাথওয়েট সেই ধাক্কা সামাল দেন রস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউডকে নিয়ে। চেজ (২১) ও ব্ল্যাকউড (২২) দ্রুত ফিরলেও ব্র্যাথওয়েট থাকেন অবিচল। এরপর ক্রিজে এসে প্রথম বলেই সাজঘরে ফেরেন কাইল মায়ার্স। উইন্ডিজ ১০০ রান না হতেই হারিয়ে ফেলে ৫ উইকেট।
কিন্তু ব্র্যাথওয়েটের হার না মানা মানসিকতা লড়াইয়ে টিকিয়ে রাখে উইন্ডিজকে। এবার জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। ৯৬ রানের জুটিতে সামলে ওঠেন বিপর্যয়। হোল্ডার ১০৮ বলে ৫৮ রান করে ফিরলে ভাঙে এই জুটি। তবে ব্র্যাথওয়েট থামেন দলকে লিড এনে দিয়েই। আফসোস মাত্র ৩ রানের জন্য পাননি সেঞ্চুরি। ২২১ বলে ৯৭ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে রানআউটে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ২ উইকেট নেন শাহেন শাহ আফ্রিদি। ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও হাসান আলী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

ব্র্যাথওয়েট-হোল্ডারে উইন্ডিজের রক্ষা

আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে নিজেরাও অস্বস্তিতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রেইগ ব্র্যাথওয়েট-জেসন হোল্ডারে কোনোমতে রক্ষা পায় ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত কিংস্টনে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে লিড নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ২১৭ রানের লিডের জবাবে খেলতে নেমে উইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ২৫১ রান করে। লিড ৩৪ রানের। হাতে আছে ২ উইকেট। ২০ রান নিয়ে অপরাজিত আছেন জশুয়া ডি সিলভা। তার সঙ্গে আছেন জোমেল ওয়ারিক্যান। খেলতে নেমেই ১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে উইন্ডিজ। ০ রানে ফেরেন ওপেনার কিয়েরন পাওয়েল ও তিনে নামা এনক্রুমা বোনার। ব্র্যাথওয়েট সেই ধাক্কা সামাল দেন রস্টন চেজ ও জার্মেইন ব্ল্যাকউডকে নিয়ে। চেজ (২১) ও ব্ল্যাকউড (২২) দ্রুত ফিরলেও ব্র্যাথওয়েট থাকেন অবিচল। এরপর ক্রিজে এসে প্রথম বলেই সাজঘরে ফেরেন কাইল মায়ার্স। উইন্ডিজ ১০০ রান না হতেই হারিয়ে ফেলে ৫ উইকেট।
কিন্তু ব্র্যাথওয়েটের হার না মানা মানসিকতা লড়াইয়ে টিকিয়ে রাখে উইন্ডিজকে। এবার জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধ। ৯৬ রানের জুটিতে সামলে ওঠেন বিপর্যয়। হোল্ডার ১০৮ বলে ৫৮ রান করে ফিরলে ভাঙে এই জুটি। তবে ব্র্যাথওয়েট থামেন দলকে লিড এনে দিয়েই। আফসোস মাত্র ৩ রানের জন্য পাননি সেঞ্চুরি। ২২১ বলে ৯৭ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে রানআউটে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ২ উইকেট নেন শাহেন শাহ আফ্রিদি। ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও হাসান আলী।