ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

বিবাহিত নায়িকা’ ট্যাবু নিয়ে কিয়ারার ভাবনা

  • আপডেট সময় : ১২:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এই তো, কদিন আগেই কিয়ারা আদভানির বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। গেলো বছরের ৭ ফেব্রুয়ারি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বেঁধেছেন ভালোবাসার ঘর। এরপর থেকে সুখেই চলছে সংসার পর্ব। সমান্তরালে সিনেমার কাজও করছেন পুরোদমে। যদিও সিনে দুনিয়ায় একটি ট্যাবু রয়েছে, বিবাহিত নায়িকার ক্যারিয়ার এগোয় না। দর্শক নাকি মুখ ফিরিয়ে নেয়। এ কারণে অধিকাংশ নায়িকা লম্বা সময় পার করে তবেই সংসারের কথা ভাবেন। অথবা বিয়ে করলেও সেটা লুকিয়ে রাখেন সর্বোচ্চ চেষ্টায়।
এই ট্যাবু অবশ্য ক্রমশ ভাঙছে। নায়িকাদের কেউ কেউ এখন ঘটা করেই বিয়ে করে নিচ্ছেন, ক্যারিয়ারের শুরুতেই। তেমনই এক তারকা কিয়ারা আদভানি। নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাপারটা এমন ছিল, ‘ও বিয়ে করে ফেলছে কেন? মাত্র ক্যারিয়ারের সুবর্ণ সময়ে পা রাখলো।’ তবে স্বস্তির বিষয় হলো, দর্শকের মানসিকতার উন্নতি হয়েছে। তাদেরকে কুর্ণিশ জানাই।” কিয়ারা মনে করেন, বিয়ের পর তার কাজ কমা তো দূর, বরং বেড়েছে। তার ভাষ্য, ‘আমি মনে করি, ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটি ছবিতে আমি বিয়ের পরই চুক্তিবদ্ধ হয়েছি। এতেই বোঝা যায় যে, একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। তাছাড়া ব্যক্তিগত এবং পেশাগত জীবন আমি খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারি। ফলে যদি কোনও কাজ করতে চাই, সেটা করে ফেলি নির্ভাবনায়।’ ২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমা দিয়ে অভিষেক হয় কিয়ারা আদভানির। তবে তার উত্থান হয়েছে ২০১৯ সালের ‘কবির সিং’র সুবাদে। একই বছর সুপারহিট ‘গুড নিউজ’-এও দেখা যায় তাকে। এরপর কিয়ারা হাজির হয়েছেন ‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’র মতো সফল ছবিতে। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমায়। এছাড়া কাজ করছেন হৃতিক রোশনের সঙ্গে বিগ বাজেটের ‘ওয়ার ২’ ছবিতে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিবাহিত নায়িকা’ ট্যাবু নিয়ে কিয়ারার ভাবনা

আপডেট সময় : ১২:৪৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: এই তো, কদিন আগেই কিয়ারা আদভানির বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। গেলো বছরের ৭ ফেব্রুয়ারি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বেঁধেছেন ভালোবাসার ঘর। এরপর থেকে সুখেই চলছে সংসার পর্ব। সমান্তরালে সিনেমার কাজও করছেন পুরোদমে। যদিও সিনে দুনিয়ায় একটি ট্যাবু রয়েছে, বিবাহিত নায়িকার ক্যারিয়ার এগোয় না। দর্শক নাকি মুখ ফিরিয়ে নেয়। এ কারণে অধিকাংশ নায়িকা লম্বা সময় পার করে তবেই সংসারের কথা ভাবেন। অথবা বিয়ে করলেও সেটা লুকিয়ে রাখেন সর্বোচ্চ চেষ্টায়।
এই ট্যাবু অবশ্য ক্রমশ ভাঙছে। নায়িকাদের কেউ কেউ এখন ঘটা করেই বিয়ে করে নিচ্ছেন, ক্যারিয়ারের শুরুতেই। তেমনই এক তারকা কিয়ারা আদভানি। নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাপারটা এমন ছিল, ‘ও বিয়ে করে ফেলছে কেন? মাত্র ক্যারিয়ারের সুবর্ণ সময়ে পা রাখলো।’ তবে স্বস্তির বিষয় হলো, দর্শকের মানসিকতার উন্নতি হয়েছে। তাদেরকে কুর্ণিশ জানাই।” কিয়ারা মনে করেন, বিয়ের পর তার কাজ কমা তো দূর, বরং বেড়েছে। তার ভাষ্য, ‘আমি মনে করি, ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটি ছবিতে আমি বিয়ের পরই চুক্তিবদ্ধ হয়েছি। এতেই বোঝা যায় যে, একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। তাছাড়া ব্যক্তিগত এবং পেশাগত জীবন আমি খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারি। ফলে যদি কোনও কাজ করতে চাই, সেটা করে ফেলি নির্ভাবনায়।’ ২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমা দিয়ে অভিষেক হয় কিয়ারা আদভানির। তবে তার উত্থান হয়েছে ২০১৯ সালের ‘কবির সিং’র সুবাদে। একই বছর সুপারহিট ‘গুড নিউজ’-এও দেখা যায় তাকে। এরপর কিয়ারা হাজির হয়েছেন ‘শেরশাহ’, ‘যুগ যুগ জিও’র মতো সফল ছবিতে। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমায়। এছাড়া কাজ করছেন হৃতিক রোশনের সঙ্গে বিগ বাজেটের ‘ওয়ার ২’ ছবিতে।