ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ক্যারিয়ারের চতুর্দশ বছরে সিনেমায় মেহজাবিন

  • আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ছোটপর্দা এবং ওটিটির ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে প্রশ্ন ছিল, এই অভিনেত্রী সিনেমায় আসছেন কবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। অভিনয় জীবনের ১৪ বছর পূর্তির দিনে মেহজাবিন তার প্রথম সিনেমার ঘোষণা দিয়েছেন। মেহজাবিন অভিনীত ‘সাবা’ পরিচালনা করেছেন নির্মাতা মাকসুদ হোসেন। ফেইসবুকে দেওয়া পোস্টে মেহজাবিন বলেন, “২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।“ গেল বছরই সিনেমার কাজ শেষ করেছেন মেহজাবিন। মেহজাবিন বলেছেন, “২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি।..।‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।“ তবে সিনেমার সহশিল্পীদের নাম প্রকাশ করেননি মেহজাবিন। আভাস দেননি চিত্রনাট্য নিয়েও। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শিরোপা জিতে নেওয়া মেহজাবিন নজর কেড়েছিলেন। এরপর থেকে খ-নাটক, ধারাবাহিক এবং ওটিটিতে একের পর এক কাজ করেছেন তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ক্যারিয়ারের চতুর্দশ বছরে সিনেমায় মেহজাবিন

আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: ছোটপর্দা এবং ওটিটির ব্যস্ত অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ঘিরে প্রশ্ন ছিল, এই অভিনেত্রী সিনেমায় আসছেন কবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। অভিনয় জীবনের ১৪ বছর পূর্তির দিনে মেহজাবিন তার প্রথম সিনেমার ঘোষণা দিয়েছেন। মেহজাবিন অভিনীত ‘সাবা’ পরিচালনা করেছেন নির্মাতা মাকসুদ হোসেন। ফেইসবুকে দেওয়া পোস্টে মেহজাবিন বলেন, “২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।“ গেল বছরই সিনেমার কাজ শেষ করেছেন মেহজাবিন। মেহজাবিন বলেছেন, “২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি।..।‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।“ তবে সিনেমার সহশিল্পীদের নাম প্রকাশ করেননি মেহজাবিন। আভাস দেননি চিত্রনাট্য নিয়েও। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শিরোপা জিতে নেওয়া মেহজাবিন নজর কেড়েছিলেন। এরপর থেকে খ-নাটক, ধারাবাহিক এবং ওটিটিতে একের পর এক কাজ করেছেন তিনি।