ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

এনটিআরের পর এবার রাম চরণের সঙ্গে জাহ্নবী!

  • আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেধে আসন্ন ‘দেভারা’ সিনেমার মধ্য দিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের। জুনিয়র এনটিআরের পর এবার রাম চরণের বিপরীতে দ্বিতীয় তেলুগু সিনেমাতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা ও পরিচালক বনি কাপুর।
আইড্রিম মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি শেয়ার করেছেন, “আমার মেয়ে ইতিমধ্যেই জুনিয়র এনটিআরের সাথে একটি চলচ্চিত্রের (দেভারা) জন্য শুট করেছে। সে শুটিং সেটে কাটানো প্রতিটি দিনকে উপভোগ করে। শিগগির জাহ্নবী রাম চরণের সাথেও একটি চলচ্চিত্র শুরু করবেন বলেও জানান নির্মাতা বনি।” চলচ্চিত্র নির্মাতা আরও যোগ করেন, “তিনি প্রচুর তেলুগু চলচ্চিত্র দেখেছেন এবং সেই ইন্ডাস্ট্রিতে এবার জাহ্নবী যুক্ত হতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি জানান, আশা করছি জাহ্নবী আরো ছবিতে কাজ করবে এবং আরও কাজ পাবেন। এছাড়া তিনি জানান, শিগগির সুরিয়ার সঙ্গেও অভিনয় করবেন বলেন তিনি।” যদিও রাম চরণের প্রজেক্টের নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা করেননি। তবে তাদের ভক্ত-অনুরাগীরা বনি কাপুরের এই ঘোষণা জেনে আনন্দিত যে জাহ্নবী অন্য তেলুগু সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করবেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে কৌশলে ডলার হাতিয়ে নিতেন আদিব

এনটিআরের পর এবার রাম চরণের সঙ্গে জাহ্নবী!

আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেধে আসন্ন ‘দেভারা’ সিনেমার মধ্য দিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউডের উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুরের। জুনিয়র এনটিআরের পর এবার রাম চরণের বিপরীতে দ্বিতীয় তেলুগু সিনেমাতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর বাবা ও পরিচালক বনি কাপুর।
আইড্রিম মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি শেয়ার করেছেন, “আমার মেয়ে ইতিমধ্যেই জুনিয়র এনটিআরের সাথে একটি চলচ্চিত্রের (দেভারা) জন্য শুট করেছে। সে শুটিং সেটে কাটানো প্রতিটি দিনকে উপভোগ করে। শিগগির জাহ্নবী রাম চরণের সাথেও একটি চলচ্চিত্র শুরু করবেন বলেও জানান নির্মাতা বনি।” চলচ্চিত্র নির্মাতা আরও যোগ করেন, “তিনি প্রচুর তেলুগু চলচ্চিত্র দেখেছেন এবং সেই ইন্ডাস্ট্রিতে এবার জাহ্নবী যুক্ত হতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি জানান, আশা করছি জাহ্নবী আরো ছবিতে কাজ করবে এবং আরও কাজ পাবেন। এছাড়া তিনি জানান, শিগগির সুরিয়ার সঙ্গেও অভিনয় করবেন বলেন তিনি।” যদিও রাম চরণের প্রজেক্টের নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা করেননি। তবে তাদের ভক্ত-অনুরাগীরা বনি কাপুরের এই ঘোষণা জেনে আনন্দিত যে জাহ্নবী অন্য তেলুগু সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করবেন।